ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশপ্রেম ‘কিনেছেন’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ॥ শাবানা আজমি

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ অক্টোবর ২০১৬

দেশপ্রেম ‘কিনেছেন’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ॥ শাবানা আজমি

‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক মেটাতে দেশপ্রেম কিনে নেয়া হয়েছে বলে টুইটারে মন্তব্য করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে তীব্র কটাক্ষ করে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলাতে দালালি করলেন। খবর ওয়েবসাইটের। বলিউড পরিচালক করণ জোহরের ছবি ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খান যুক্ত থাকায় তার মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার জেরে ছবিটির বিরোধিতায় নামে রাজ ঠাকরের দল এমএনএস। শেষ পর্যন্ত ছবিটির মুক্তি নিয়ে জটিলতা কাটানোর আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ফড়নাবিসের মধ্যস্থতায় সমস্যা মেটে। পাক অভিনেতাদের নিয়ে আর কাজ না করার প্রতিশ্রুতি দেন করণ। তাছাড়া সেনা কল্যাণ তহবিলে ৫ কোটি রুপী দিতে রাজি হয়েছেন তিনি। শাবানার মতে, ফড়নাবিস আদৌ রাজনাথের আশ্বাস মেনে কাজ করেননি। বরং ৫ কোটি রুপীতে দেশপ্রেম কেনা হয়েছে। বিজেপির উচিত ফড়নাবিসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। রাজ ঠাকরের দলকেও একহাত নিয়ে শাবানা বলেন, কে দেশপ্রেমিক তা স্থির করার অধিকার এমএনএসের নেই। আমি ভারতীয় সংবিধানকে সম্মান করি। রাজ ঠাকরে করেন না।
×