ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরীয় বিদ্রোহী চৌকিতে গাড়ি বোমা হামলায় নিহত ২০

প্রকাশিত: ০৬:১৩, ১৫ অক্টোবর ২০১৬

সিরীয় বিদ্রোহী চৌকিতে গাড়ি  বোমা হামলায় নিহত ২০

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী তল্লাশিচৌকি লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই বিদ্রোহী। খবর আল-জাজিরার। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ১৪ বিদ্রোহী যোদ্ধা। অনেকে গুরুতরভাবে আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজাজ শহরের কাছে ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) একটি শাখা পরিচালিত তল্লাশিচৌকিতে এই বোমা হামলা চালানো হয়। শহরটি তুরস্ক সীমান্তের খুব কাছে। হামলায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এই তল্লাশিচৌকিটি পরিচালনা করে এফএসএর সঙ্গে যুক্ত গ্রুপ ‘লেভাঈ’। আলেপ্পোয় খুবই সক্রিয় এফএসএ। এলাকাটি তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের শক্তঘাঁটি। সীমান্ত অঞ্চল থেকে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটানোর লক্ষ্যে বড় অভিযানের সঙ্গে যুক্ত সেখানকার বিদ্রোহীরা। বিদ্রোহী দলসমূহকে লক্ষ্য করে নিয়মিতই বোমা হামলা চালায় আইএস। এর মধ্যে ৬ অক্টোবর পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে সীমান্ত ক্লসিংয়ে হামলায় নিহত হয় কমপক্ষে ২৯ বিরোধী যোদ্ধা। আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাসমূহের ওপর বৃহস্পতিবারও বিমান হামলা অব্যাহত ছিল। গত তিন দিনে রুশ এবং সিরীয় সরকারের ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে মারা গেছে ১ শত লোক।
×