ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন সন্তানসহ জঙ্গী আব্দুর রহমানের স্ত্রীকে থানায় হস্তান্তর

প্রকাশিত: ০৭:৫৬, ১০ অক্টোবর ২০১৬

তিন সন্তানসহ জঙ্গী আব্দুর রহমানের স্ত্রীকে থানায় হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ অক্টোবর ॥ আশুলিয়ায় র‌্যাবের অভিযানে নিহত নব্য জেএমবি ও অর্থ যোগানদাতা আব্দুর রহমান আয়নাল ওরফে নাজমুল হক ওরফে বাবুর স্ত্রী শাহনাজ আক্তার রুমি ও তার তিন সন্তান লাবণ্য (১১), তাহমিদ (৭) ও জাওয়াতকে (৫) রবিবার বিকেল পৌনে ছয়টার দিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দকৃত আলামতও থানায় জমা দেয়া হয়। এ ঘটনায় রুমিকে প্রধান আসামি করে অস্ত্র আইন, সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে র‌্যাব-৪-এর ডিএডি হুমায়ুন কবীর বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। রুমি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার চন্দুরিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। এছাড়া অভিযানের সময় আটক বাড়ির কেয়ারটেকার তারেককে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জেএমবির সঙ্গে কোন সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, শনিবার বিকেলে র‌্যাব-৪-এর একটি দল গাজীরচট এলাকার আমির মৃধা শাহীনের পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহমান ৫ম তলার বারান্দার গ্রিল কেটে পালানোর জন্য নিচে লাফিয়ে পড়ে। র‌্যাব সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়। এ সময় তার বাড়ি থেকে নগদ ৩০ লাখ টাকা, বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও জিহাদী বই উদ্ধার করা হয়।
×