ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি জঙ্গিবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রকাশিত: ১৯:০২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানি জঙ্গিবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ অভিযান চলার সময় বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, এফ-৭ জঙ্গিবিমানটি খাইবার পাসের প্রবেশ পথের নিকটবর্তী জামরুদ টাউনের কাছে বিধ্বস্ত হয়, এতে ফ্লাইট লেফটেন‌্যান্ট উমর শাহজাদ নিহত হন। তবে এতে আর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। বিমান বিধ্বস্তের কারণে খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করার কথা জানিয়েছে সামরিক বাহিনী। গত ১৮ মাসে পাকিস্তান সশস্ত্র বাহিনীর বেশ কয়েকটি আকাশযান দুর্ঘটনার শিকার হয়েছে। নভেম্বরে প্রশিক্ষণ উড্ডয়নের সময় অপর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে এক নারী পাইলট নিহত হয়েছিলেন। এর আগে গত বছরের মে মাসে একটি পর্যটন প্রকল্প পরিদর্শনে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধস্ত হয়ে নরওয়ে ও ফিলিপিন্সের রাষ্ট্রদূতসহ সাতজন নিহত হন। ওই বছরের অগাস্টে উত্তরাঞ্চলীয় মানসেহরা এলাকায় অপর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হন।
×