ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার কি দুই চাকায় ঝড় তুলবেন বোল্ট!

প্রকাশিত: ১৯:৩৬, ৩১ আগস্ট ২০১৬

এবার কি দুই চাকায় ঝড় তুলবেন বোল্ট!

অনলাইন রিপোর্টার॥ দুই পায়ের ব্যবহারে বিশ্ব ইতিহাসের দ্রুততম মানব তিনি। এবার কি উসাইন বোল্ট দুই চাকার ব্যবহারে বিশ্বের দ্রুততম হওয়ার চেষ্টায় মাতবেন! তুলবেন ঝড়! কে জানে! দেশ জ্যামাইকায় ফেরার আগে লন্ডনে মটরবাইক চালানোর ট্রেনিং নিয়ে ফিরেছেন ৯টি অলিম্পিক সোনা জেতা বোল্ট। এবং ট্র্যাকে দৌড়ে যতো দ্রুত ঠিক ততটাই ধীর ছিলেন বোল্ট মটরবাইক চালনায়!এবারের রিও অলিম্পিকে 'ট্রিপল ট্রিপল' এর ইতিহাস গড়েছেন বোল্ট। তাকে ছাড়িয়ে যায় সাধ্য কার। টানা তিন অলিম্পিকে জিতেছেন ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলের সোনা। রিও থেকে ৩০তম জন্মদিন উপলক্ষ্যে পার্টি শুরু করেন বোল্ট। লন্ডনে এক সপ্তাহের অবস্থানে প্রতি রাতে নাইট ক্লাব ও হোটেলে পার্টি করেছেন। সাথে ছিল অনেক সুন্দরী নারী। এমন অসম্ভব আলোচনার জন্ম দিয়ে দেশে ফেরেন তিনি।পন্সর কিংবা কোচ, কেউই নিশ্চয় কখনো বোল্টের মটরবাইক চালানোর পক্ষে রায় দেননি। ঝুঁকিটা যে মারাত্মক! কিন্তু সামনের বছর অবসর নেবেন বোল্ট। এখন মটরবাইক চালানো শিখতেই পারেন। লন্ডনে ট্রেনিং নিলেন বোল্ট Honda NC750 মটরবাইকে। এই গাড়ির দাম ৬,৬৪৯ পাউন্ড। গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।
×