ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল

প্রথম আলোকে হারিয়ে শেষ ষোলোতে জনকণ্ঠ

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ আগস্ট ২০১৬

প্রথম আলোকে হারিয়ে শেষ ষোলোতে জনকণ্ঠ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জয়যাত্রা অব্যাহত রেখেছে দৈনিক জনকণ্ঠ। নিজেদের প্রথম ম্যাচে নয়াদিন্তকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রথম আলোকেও মাটিতে নামিয়েছে জনকণ্ঠ। সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে তীব্র উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে সাডেন ডেথে জনকণ্ঠ ৪-৩ গোলে পরাজিত করে প্রথম আলোকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। গোলপোস্টে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে ম্যাচসেরা হন জনকণ্ঠের গোলরক্ষক তপন বিশ্বাস। এবার টিম জনকণ্ঠের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। এ লক্ষ্যে আজ প্রি-কোয়ার্টার ফাইনালে দ্য ইন্ডিপেন্ডেন্টের বিপক্ষে খেলবে জনকণ্ঠ। ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। শুরু থেকেই ম্যাচ ছিল উত্তেজনায় ঠাসা। তবে আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে কোন দলই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। এরপর সরাসরি ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। এখানেও ম্যাচের ফলাফল ৩-৩ গোলে সমতা থাকে। এরপর শুরু হয় সাডেন ডেথ। অবাক করা বিষয়, এই সময়ে প্রথম আলো ও জনকণ্ঠ দু’দলই টানা চারটি করে পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হয়। সাডেন ডেথের পঞ্চম শটেও গোল করতে পারেনি প্রথম আলো। ফলে পঞ্চমবারের মতো জয়ের সুযোগ আসে জনকণ্ঠের সামনে। এবার আর কোন ভুল করেননি গোলরক্ষক তপন বিশ্বাস। গোলপোস্টে প্রতিপক্ষের হাফডজন গোল রুখে দেয়া তপনই শেষ পর্যন্ত গোল করে জনকণ্ঠকে উচ্ছ্বাসে ভাসান। জনকণ্ঠের হয়ে আরও খেলেন মিথুন আশরাফ, নিখিল মানখিন, জাহিদুল আলম জয়, অপূর্ব কুমার পিকে, আরাফাত মুন্না ও অতিথি খেলোয়াড় মাহমুদুন্নবী চঞ্চল। অন্য ম্যাচে সংবাদ প্রতিদিন ৩-০ গোলে দৈনিক বর্তমানকে, বাংলানিউজ টুয়েন্টিফোর ২-০ গোলে খোলা কাগজকে, যমুনা টিভি ৬-০ গোলে দৈনিক যুগান্তরকে, দৈনিক ইনকিলাব টাইব্রেকারে ২-১ গোলে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে, বাংলাভিশন ২-০ গোলে আলোকিত বাংলাদেশকে, এটিএন বাংলা টাইব্রেকারে ২-১ গোলে মানবজমিনকে ও দ্য ইন্ডিপেডেন্ট ১-০ গোলে বাংলা ট্রিবিউনকে পরাজিত করে।
×