ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘গোল্ডেন যুগল’ কেনি-ট্রট

প্রকাশিত: ০৬:২৬, ২৪ আগস্ট ২০১৬

‘গোল্ডেন যুগল’ কেনি-ট্রট

রিও অলিম্পিকে দেখা মিলল ইতিহাস গড়া এক যুগলের। যে যুগল রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। সব ঘটনাকেই যেন পেছনে ফেলে দিয়েছেন। তারা ব্রিটেনের প্রেমিক যুগল লরা ট্রট ও জেসন কেনি। বাগদত্তা এই দুই সাইক্লিস্ট রিও’র ট্র্যাক মাতিয়েছেন। দুজন এমন কীর্তি গড়েছেন, যা এককথায় অনন্য, অসাধারণ, চমকপ্রদ। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে দুজন নিজ নিজ ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাসের অংশীদার হয়েছেন। গড়েছেন ব্রিটেনের হয়ে ব্যক্তিগত স্বর্ণজয়ের অনন্য রেকর্ড। শুধু তাই নয়, দুজনের নামের পাশে শোভা পাচ্ছে আরও অনেক কীর্তি। গত বুধবার প্রথমে ট্র্যাকে নামেন সুন্দরী ললনা লরা ট্রট। এর ঠিক ৯০ মিনিট পর নামেন ট্রটের প্রেমিক পুরুষ জেসন কেনি। সময়ে পার্থক্য থাকলেও সাফল্যে দুজন মেলেন এক বিন্দুতে। দুজনের হৃদয়ের লেনদেন হয়েছে আরও আগে থেকেই। যে কারণে আসছে সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রিও অলিম্পিকে যেন তার ড্রেস রিহার্সেল দিয়ে রাখলেন দুজন! একই দিনে পাশাপাশি সময়ে স্বর্ণ জিতে ট্রট-কেনি ট্র্যাকেই একে অপরকে ভালবাসার চিহ্ন এঁকে দেন। প্রথমে মেয়েদের সাইক্লিং? অমনিয়ামে ট্রট জয় করেন কাক্সিক্ষত স্বর্ণ। এরপর পুরুষ সাইক্লিংয়ের কিরিন ইভেন্টে প্রত্যাশিত স্বর্ণ জিতে রেকর্ড গড়েন কেনি। সবার সেরা হওয়ার পর আনন্দের আতিশয্যে ট্র্যাকেই দুজন দুজনকে জড়িয়ে ধরেন। আবেগ মিশ্রিতি ভালবাসার চুমু এঁকে দেন একে অপরের ঠোঁটে। কিংবদন্তি সাইক্লিস্ট ক্রিস হয়কে ছোঁয়ার হাতছানিতে ট্র্যাকে নামা কেনি সুযোগ হাতছাড়া করেননি। সাইক্লিং স্প্রিন্টের কিরিনের ফাইনালে জিতে ব্রিটেনের হয়ে হয়ের ৬টি অলিম্পিক স্বর্ণপদক জয়ের রেকর্ড স্পর্শ করেন ২৮ বছর বয়সী এই সাইক্লিস্ট। ব্রিটেনের ইতিহাসে এখন এই দুই সাইক্লিস্ট সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণপদকের মালিক। যে কিংবদন্তির রেকর্ড স্পর্শ করেন কেনি, সেই ক্রিস হয় ব্যালকনি থেকে অভিনন্দন জানান উত্তরসূরিকে। অনন্য রেকর্ড ছোঁয়ার পথে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে দলগত স্প্রিন্টে প্রথম স্বর্ণ জেতেন কেনি। ২০১২ লন্ডন অলিম্পিকে দলগত ও ব্যক্তিগত ইভেন্টে সেরা হন। আর এবার রিওতে দলগত স্প্রিন্টে স্বর্ণ জয়ের পর পুরুষ স্প্রিন্টেও শ্রেষ্ঠত্বও ধরে রাখেন।
×