ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডেই অস্ত্রোপচার মুস্তাফিজের!

প্রকাশিত: ০৬:৩৯, ৩১ জুলাই ২০১৬

ইংল্যান্ডেই অস্ত্রোপচার মুস্তাফিজের!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডেও যোগাযোগ চলছে। আবার অস্ট্রেলিয়াতেও যোগাযোগ চলছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার শল্যবিদদের সঙ্গে বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার নিয়ে কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ভাল মনে হবে, সেখানেই মুস্তাফিজের অস্ত্রোপচার হবে। তবে আপাতত মুস্তাফিজ যেহেতু ইংল্যান্ডে আছে, তাই সেখানেই অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা বেশি। বিসিবির পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সেই ইঙ্গিতই দিয়েছেন। বলেছেন, ‘যেহেতু ইংল্যান্ডে মুস্তাফিজ আছে। সময়ের ব্যাপার আছে। ইংল্যান্ডে ডক্টররা তার রিপোর্ট দেখে বিশ্লেষণ করেছে। এজন্য ইংল্যান্ডে হওয়ার (অস্ত্রোপচার) সম্ভাবনা বেশি।’ জালাল ইউনুস আরও জানান, ‘আমরা শেষ কয়েকদিন ওর রিপোর্টগুলো কয়েক জায়গায় পাঠিয়েছি। সেখান থেকে বেস্ট পসিবল যে সার্জন তার কাছে অপারেশন করাব। আমরা ইংল্যান্ডে দু’জনের খোঁজ পেয়েছি। তারা ইংল্যান্ডের সেরা সার্জন। একজন টনি কোচার (এ মুহূর্তে মুস্তাফিজকে দেখছেন)। আরেকজন ম্যানচেস্টারের কাঁধের সার্জন লেনে ফ্রাঙ্ক। অনেকে ওখান থেকে উপদেশ দিচ্ছে যে সেও (ফ্রাঙ্ক) বেশ ভাল। ওয়ান অব দ্য বেস্ট সার্জন। বিশেষ করে কাঁধের ইনজুরি নিয়ে সে অনেকদিন ধরে কাজ করেছে। টপ এ্যাথলেটও উনার সঙ্গে কাজ করেছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। তার কাছে রিপোর্ট পাঠাচ্ছি। যেহেতু আজ (কাল) শনিবার ও কাল (আজ) রবিবার। ওদের সঙ্গে যোগাযোগ করা একটু কষ্টসাধ্য। সোমবারের মধ্যে সিদ্ধান্ত দিতে পারব আমরা কার কাছে অপারেশনটা করাব। আমরা ইতিমধ্যে অস্ট্রেলিয়াতেও (চিকিৎসক গ্রেগ) যোগাযোগ করেছি। আমাদের কাছে তিনটা অপশন আছে। ইংল্যান্ডে দু’জন ও অস্ট্রেলিয়াতে একজন। সম্ভাবনা কোনদিকে তা এখনই বলা যাচ্ছে না। ইসিবিকে আমরা লিখেছি, জানতে চেয়েছিল কোচার ও ফ্রাঙ্কের মধ্যে কে ভাল হবে। হয়ত আমরা (কোচার) তার কাছেই যেতে পারি।’ সাসেক্সের হয়ে খেলার এক পর্যায়ে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। দ্বিতীয় দফা এমআরআই করার পর জানা যায়, কাঁধে টাইপ টু টিয়ার ধরা পড়েছে। সেক্ষেত্রে স্থায়ী সমাধান অস্ত্রোপচার। তারপর থেকেই মুস্তাফিজের ইনজুরি নিয়ে ভাবনা শুরু করেছে বিসিবি। মুস্তাফিজের অস্ত্রোপচারের খরচ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তার কাউন্টি দল সাসেক্স। বৃহস্পতিবার একথা জানান দলের প্রধান নির্বাহী ট্যামোজি। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘চুক্তি অনুযায়ী যা আছে তা হবে। যদি আমাদের খরচে করতে হয় তাহলে করব। আমাদের কোন সমস্যা নাই। বোর্ড সবসময় পাশে আছে। মুস্তাফিজের সার্জারি যেখানেই হোক এখান থেকে একজন ফিজিও যাবে।’ জালাল ইউনুস আরও বলেন, ‘সার্জারির সময় তো হাসপাতালই কেয়ার নিবে। কয়েকদিন পর কিন্তু তাকে ছেড়ে দেয়া হবে। তার মূল কাজ দেশে ফিরে আসা। রিহ্যাবটা তার মূল কাজ। সেটা কিন্তু এখানেই করতে হবে। তাকে কেয়ার কিভাবে সেটা হবে মূল দায়িত্ব। ও (মুস্তাফিজ) সবকিছু সম্পর্কে অবগত। কাকে কিভাবে কখন দেখাচ্ছে, ডাক্তার কি বলেছে। মানসিকভাবে প্রস্তুতও আছে। মুস্তাফিজের ওপর আমাদের ফিজিও ডাক্তারদের ফোকাস ছিল সবচেয়ে বেশি। তাকে অন্যভাবে কেয়ার নেয়া হয়েছে। সে যখন সামান্য ব্যথা অনুভব করেছে তখন কিন্তু সাথে সাথে যে কোন টুর্নামেন্ট, সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে। কোন সময় ব্যথা অবস্থাতে তাকে আমরা কন্টিনিউ করতে দেইনি। এটা আন্তর্জাতিক কিংবা বাইরে হোক। আইপিএল, ঘরোয়া লীগেও ও যখনই বলেছে সাথে সাথে ট্রিটমেন্ট করা হয়েছে। বাড়তি কোন চাপ দেয়া হয়নি। সুতরাং তারদিকে আমাদের ফোকাস বেশি ছিল। মুস্তাফিজকে কিন্তু আমরা পিএসএলে পাঠাইনি। তখন সে ইনজুরিতে ছিল। পিএসএলে তার অফার ছিল। ক্যারিবিয়ান লীগে তার অফার ছিল। কিন্তু তাকে পাঠাইনি। তার যখনই কোন সমস্যা হচ্ছে তখনই কিন্তু তাকে কেয়ার নেয়া হচ্ছে। তাকে এজন্য সব জায়গায় খেলতে দেয়া হচ্ছে না। বাড়তি চাপ দেয়ার কোন প্রশ্নই ওঠে না।’ মুস্তাফিজের ইনজুরি গুরুতর। অস্ত্রোপচার লাগবেই। অস্ত্রোপচার হলে এ বছর আর খেলতেই পারবেন না মুস্তাফিজ। এমন সম্ভাবনাই আছে। যেহেতু অস্ত্রোপচার হলে ৫ থেকে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে, তাই আগস্টে বিসিএল, অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, নবেম্বরে বিপিএল ও ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ না খেলতে পারার কথাই মুস্তাফিজের। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, মুস্তাফিজের অস্ত্রোপচার হবে কোথায়, ইংল্যান্ডে না অস্ট্রেলিয়ায়। মুস্তাফিজ এখন ইংল্যান্ডে থাকাতে, দ্রুত অস্ত্রোপচার করে আবার খেলায় ফেরানোর চেষ্টায় ইংল্যান্ডেই হতে পারে মুস্তাফিজের অস্ত্রোপচার।
×