ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরের মেঘনায় বাস করছে দু’শতাধিক বেদে পরিবার

প্রকাশিত: ২৩:২০, ২৯ জুলাই ২০১৬

লক্ষ্মীপুরের মেঘনায় বাস করছে দু’শতাধিক বেদে পরিবার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর থেকে প্রায় ১৪ কি.মি. দূরে মেঘনার মোহনা ঘেঁষে পরিবার পরিজন নিয়ে নৌকায় বাস করছে দু’শতাধিক বেদে পরিবার। এতে শিশুসহ লোক সংখ্যা সহ¯্রাধিক। নদীতে তারা নারী পুরুষ শিশু বর্শি বা জাল দিয়ে মাছ ধরে। কূল সংলগ্ন ঘাটে এনে আহরিত মাছ বিক্রী করে। যা অর্থ পায়, তা দিয়ে চাউল ডাল নিয়ে আবার নদীতে নৌকায় ফিরে যায়। সেখানে আবার রান্না বান্না খাওয়া পরা, ঘর সংসার, প্রাকৃতিক কর্ম সব কিছুই একই নৌকা চলে। বিচিত্র জীবন সংসার। তবে তারা সবাই দলবদ্ধভাবে থাকে। এতে জলদস্যু তাদের ওপর হামলা করতে কখনোও শুনা যায়নি। আবার দূর্যোগ এলেও সেখানেই তাদেরকে থাকতে হয়। নদী কিনারা ভিড়ে। ভরসা ওপরওয়ালার ওপর। ছেলে মেয়েদের লেখা পড়ার বালাই নেই বললেই চলে। এ যেনো বিচিত্র জীবন তাদের। প্রতিদিন অসংখ্য লোকজন সেখানে আসা যাওয়া করছে তাদের বিচিত্র জীবন যাত্রা দেখা বা উপভোগ করার জন্য। নদীতে যেনো আরেকটি জগত সাধারণ লোকেরা তাই মনে করছে। তবে সরকার যদি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়, তবে পাল্টে যেতে পারে তাদের বিচিত্র এ জীবন। পেতে পারে নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা। মহিউদ্দিন মুরাদ
×