ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাকে ৬০ চিকিৎসা কর্মী পাঠাবে কানাডা

প্রকাশিত: ০৪:১২, ২৩ জুলাই ২০১৬

ইরাকে ৬০ চিকিৎসা কর্মী পাঠাবে  কানাডা

ইরাকে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধরত আন্তর্জাতিক জোটের জন্য একটি অস্থায়ী হাসপাতাল চালাতে কমপক্ষে ৬০ চিকিৎসাকর্মী পাঠাবে কানাডার সামরিক বাহিনী। খবর এএফপির। বৃহস্পতিবার ওয়াশিংটনের জোটের অন্যান্য সদস্যের সঙ্গে বৈঠকের পর কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সাজন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের চলমান অঙ্গীকার অনুযায়ী, কানাডা শীঘ্রই ইরাকে ৬০ মেডিক্যাল স্টাফ পাঠাবে যারা দেশটির উত্তরাঞ্চলে জোটের অংশীদারদের পাশাপাশি একটি মেডিক্যাল স্থাপনায় নেতৃত্ব দেবেন।’
×