ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনসুর আলী মেডিক্যাল কলেজ নির্মাণ প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৪:২১, ২ জুলাই ২০১৬

মনসুর আলী মেডিক্যাল  কলেজ নির্মাণ প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শহীদ এম মনসুর আলী সরকারী মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দুই শিক্ষা বর্ষ আগে সরকারী এই মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হলেও কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। কলেজের জন্য মূল শহর থেকে ৫ কিমি দূরে সরকারী এবং বেসরকারী মিলে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জমির ক্ষতিপূরণ বাবদ ৪৫ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। খুব শীঘ্রই মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন ও হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে বলে প্রকল্প পরিচালক ডাঃ শহিদ মোহম্মাদ সাদিকুল ইসলাম জানান। হাসপাতাল নির্মাণ প্রকল্প কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই মেডিক্যাল কলেজের সীমানা প্রাচীর নির্মাণ কাজের টেন্ডার করা হয়েছে। জুলাই মাসের শেষের দিকে এটি নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও হাসপাতাল ভবন ও একাডেমিক ভবন নির্মাণ কাজেরও প্রস্তুতি চলছে।
×