ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ট্রেন-মিনিভ্যান সংঘর্ষে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রে ট্রেন-মিনিভ্যান সংঘর্ষে ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কলোরাডো অঙ্গরাজ্যের লাস এ্যানিমাস কাউন্টিতে একটি ট্রেনের সঙ্গে মিনিভ্যানের সংঘর্ষে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে। খবর ওয়েবসাইটের। কলোরাডো অঙ্গরাজ্যের টহল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ছয়জন যাত্রী বহনকারী মিনিভ্যানটি কাউন্টির একটি সড়ক দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় পশ্চিমমুখী দ্রুতগতিতে ছুটতে থাকা এ্যামট্র্যাক ট্রেনটির সামনে থেকে ভ্যানটি সরিয়ে নিতে ব্যর্থ হন চালক। দুর্ঘটনায় মিনিভ্যানের চালকসহ আরও চার যাত্রীর মৃত্যু হয়। এদের মাঝে তিন শিশুও রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে। গুরুতর আহতাবস্থায় এক মেয়েকে আকাশপথে ডেনভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে টহল পুলিশ জানিয়েছে। ট্রেনটির কোন ক্রু বা যাত্রী এই দুর্ঘটনায় আহত হননি। নতুন প্রজাতির মাছ! যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাছে সংরক্ষিত জলসীমায় হাওয়াই ইনস্টিটিউট অব মেরিন রিসার্চের গবেষকরা নতুন তিনটি প্রজাতির মাছ আবিষ্কার করেছেন। তারা এর নাম দিয়েছেন হাওয়াইওয়ান পিগশিপ। হাওয়াইয়ের পাশেই রয়েছে প্রবাল প্রাচীর। প্রবাল নিয়ে গবেষণা করতে গিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩শ’ ফুট নিচে তিনটি ভিন্ন প্রজাতির মাছ দেখতে পান। -নিউজিল্যান্ড হেরাল্ড অভিনব ফ্যাশন শো কলাম্বিয়ার রাজধানী বোগোতায় বুলেটপ্রুফ পোশাকের অভিনব এক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। শোতে নারী ও পুরুষ মডেলরা নানা ডিজাইনের বুলেটপ্রুফ পোশাক পরে ক্যাটওয়াক করার সময় তাদের দিকে গুলি ছুঁড়ে এর কার্যকারিতা তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে বুলেটপ্রুফ জ্যাকেট ও নানা ধরনের বর্ম। পুরুষদের একটি স্যুটের দাম ৬ থেকে ৮ হাজার ডলার, ব্লেজার ৩,৫০০ ডলার। প্রদর্শনীতে এমন জামাও তুলে ধরা হয়েছে যা হামলাকারীকে ইলেকট্রিক শক দিতে পারে।- বিবিসি
×