ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

প্রকাশিত: ০৩:৩৭, ১৫ জুন ২০১৬

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দরপতনে সূচক কমলেও দুই বাজারেই আগের দিনের তুলনায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ দশমিক ৬০ বা ৭ শতাংশ লেনদেন বেড়েছে। দিনটিতে গত কিছুদিন ধরে দর কমে লোভনীয় পর্যায়ে আসা কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। ফলে আমান ফিড, কাসেম ড্রাইসেল, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজের মতো বেশ কিছু কোম্পানি দিনটিতে লেনদেন ও চাহিদার শীর্ষে চলে আসে। এর বিপরীতে গত কিছুদিন ধরে বাজারে আধিপত্য করতে থাকা কোম্পানিগুলো দিনটিতে দর হারাতে থাকে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর কিছুক্ষণ পরেই সূচক কমতে থাকে। তবে লেনদেনের গতি কিছুটা ভাল ছিল। মঙ্গলবার ডিএসইতে ৩৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, আমান ফিড, কাসেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, জিপিএইচ ইস্পাত, স্কয়ার ফার্মা ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : কাসেম ড্রাইসেল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, আমান ফিড, এইচআর টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজ ও ব্র্যাক ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগ্রেসিভ লাইফ, দুলা মিয়া কটন, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিকস, আজিজ পাইপস, ৭ম আইসিবি, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা ও শাহজিবাজার পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক এক্সেসরিজ, জিপিএইচ ইস্পাত, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, বিএসআরএম লিমিটেড, কাসেম ড্রাইসেল, ডরিন পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার।
×