
অনলাইন ডেস্ক॥ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দুর্গ হিসেবে পরিচিত দেশটির পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।
মঙ্গলবার ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এর আগে, সোমবার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি ওই সংস্থার বরাত দিয়ে শতাধিক নিহতের খবর প্রচার করে। মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে।
তবে, সিরিয়ার রাষ্ট্রীয় টিভি দাবি করেছে, ইসলামিক স্টেটের এই হামালায় ৭৮ জনের প্রাণহানি হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
মানবাধিকার সংস্থাটি জানায়, সোমাবার লাতাকিয়া প্রদেশে একইসঙ্গে বাস স্টেশন, হাসপাতাল ছাড়াও উপকূলীয় এলাকায় এই গাড়ি বোমা ও আত্মঘাতী হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলার পর এক বিবৃতিতে ইরাক ও সিরায়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার কথা স্বীকার করেছে।