ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রম আইন প্রশ্নে অনাস্থা ভোটের মুখোমুখি ফরাসী সরকার

প্রকাশিত: ০৪:১৬, ১২ মে ২০১৬

শ্রম আইন প্রশ্নে অনাস্থা ভোটের মুখোমুখি ফরাসী সরকার

ফ্রান্সের সমাজতান্ত্রিক সরকার বৃহস্পতিবার অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছে। পার্লামেন্টকে এড়িয়ে ডিক্রির মাধ্যমে শ্রম আইন সংস্কারের কারণে তাদের এ অনাস্থার মুখে পড়তে হচ্ছে। এদিকে ফরাসী সরকারের এই আইন সংস্কারকে কেন্দ্র করে দুই মাস ধরে দেশটির রাজপথ উত্তপ্ত রয়েছে। খবর এএফপির। নিজ দলের বিরোধিতা সত্ত্বেও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমর্থকেরা মঙ্গলবার বিতর্কিত বিষয়টিকে সামনে নিয়ে আসায় শেষ পর্যন্ত এটি পার্লামেন্টেই গড়াল। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস আনুষ্ঠানিকভাবে শ্রমআইন সংস্কারের ঘোষণা দেন। আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় নেতা ওলাঁদের এটি সম্ভবত সর্বশেষ বড় ধরনের আইন সংস্কার। জন্মেই বিশ্বরেকর্ড শিশুর প্রথম কথা বলা, প্রথম হাঁটতে শেখা, প্রথম স্কুলে যাওয়া, শিশুর প্রথম সব কিছুই মায়ের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। চিকিৎসাবিদ্যার মতে, হাসা শিখতে শিশুর সময় লাগে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই শিশুকে জন্মের মাত্র ৫ সেকেন্ড পরেই হাসতে দেখা গেছে। সে যেমন তেমন হাসি নয়। রীতিমতো ঠোঁটে লেগে থাকা হাসি। -জিনিউজ সবচেয়ে বড় বিমান বিশ্বে সবচেয়ে বড় মালবাহী বিমান আকাশে উড্ডয়নের পর সফলভাবে অবতরণ করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্থে অবতরণ করার সময় এই বিমান দেখার জন্য প্রায় ৫০ হাজার মানুষ অধীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে ১৯৮৮ সালে মালবাহী বিমান ‘বুরান’ বানানোর চেষ্টা করে। ২০০১ সালে ইউক্রেন এটি তৈরিতে সফল হয়। ২৫০ টন ওজনের পণ্য অনায়াসেই নিজের ‘পেটে’ নিয়ে উড়তে পারবে ‘বুরান’। -ওয়েবসাইট
×