ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএম কলেজে অধ্যাপককে মারধর ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৪, ৯ মে ২০১৬

বিএম কলেজে অধ্যাপককে মারধর ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর শীতলাখোলা ভোলাগিরি আশ্রমের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএম কলেজের সহযোগী অধ্যাপককে মারধর করার প্রতিবাদে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সড়ক অবরোধ করে একটি ট্রাক ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সহযোগী অধ্যাপক ও কলেজের জীবনানন্দ ছাত্রাবাসের হল সুপার সঞ্জয় বিশ্বাসের ওপর হামলাকারী অসীম দাস মুরালীকে আটক করার পর ছাত্ররা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। জানা গেছে, ওই আশ্রমের সভাপতি পদে নগরীর নতুন বাজার এলাকার সুগন্ধা পোল্ট্রি ফিড ব্যবসায়ী অসীম দাস মুরালী ও সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস প্রার্থী হন। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ধর্মীয় অনুষ্ঠানে খাবারের ঘাটতি নিয়ে শনিবার মধ্যরাতে উভয়ের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে সঞ্জয় বিশ্বাসকে ব্যবসায়ী মুরালী মারধর করে। সহযোগী অধ্যাপক ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের খবর দিলে শতাধিক ছাত্র নতুন বাজারের মুরালীর ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে একটি ট্রাকে ভাংচুর করে।
×