ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসাদকে ১ আগস্টের সময়সীমা বেঁধে দিলেন কেরি

প্রকাশিত: ০৬:২৯, ৫ মে ২০১৬

আসাদকে ১ আগস্টের সময়সীমা বেঁধে দিলেন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার সিরীয় সরকার ও এর সমর্থক মস্কো ও তেহরানের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ত্যাগ করার জন্য একটি রাজনৈতিক অন্তর্বর্তী ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া ১ আগস্টের মধ্যে শুরু করতে হবে, নয়ত পাঁচ বছরের এ গৃহযুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র গৃহীত এক নতুন পদক্ষেপের ঝুঁকিতে পড়তে হবে তাদের। কেরি আসাদকে সতর্ক করে দিয়ে বলেন, সামরিক বিজয়ে এ যুদ্ধের অবসান ঘটবে না। খবর ওয়েবসাইট ও বিবিসি অনলাইনের। কিন্তু কেরি যে সময়সীমা বেঁধে দিয়েছেন তা ফলপ্রসূ না হলে কী ধরনের পরিণামের সম্মুখীন হতে হবে সিরিয়া, রাশিয়া ও ইরানকে তা স্পষ্ট নয় তার সতর্কতা উচ্চারণে। যুক্তরাষ্ট্র আরব দেশটির এ সংঘাতজুড়েই বিভিন্ন সময়ে এ ধরনের অসম্পূর্ণ হুমকি দিয়ে আসছে। ওয়াশিংটন পাঁচ বছর আগে সতর্কতা উচ্চারণ করে বলেছে, আসাদের দিন শেষ হয়ে এসেছে। অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা হবে। সিরিয়ায় লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকায় অনীহা ওবামা প্রশাসন উল্লেখযোগ্যভাবে মার্কিন উপস্থিতি বৃদ্ধি করার কোন সম্ভাবনা নেই।
×