ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেকড় যশোরের আয়োজন ॥ মায়ের উদ্দেশ্যে চিঠি

প্রকাশিত: ২২:৩৫, ৩০ এপ্রিল ২০১৬

শেকড় যশোরের আয়োজন ॥ মায়ের উদ্দেশ্যে চিঠি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘মা’। ছোট একটি শব্দ। তবে পৃথিবীর কোন কিছুর সাথে এর তুলনা হয় না। নানা কষ্টে বিপদে তিনিই বুক পেতে সন্তানকে আগলে রাখেন। তাঁর সেই নিঃস্বার্থ ভালবাসাকে সম্মান জানাতে সাংস্কৃতিক সংগঠন শেকড় প্রতিবছর ব্যতিক্রম আয়োজন করছে। বিশ্ব মা বিদস উপলক্ষে রতœগর্ভা মায়েদের সম্মাননা, চিঠি লেখাসহ নানা অনুষ্ঠানের ডালি সাজিয়ে কয়েক দিনব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি। প্রতিষ্ঠান কার্যালয়ে শনিবার মায়ের কাছে চিঠি লেখা শীর্ষক প্রতিযোগিতা ছিল অন্যতম। এতে বিভিন্ন স্কুলের ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়। মায়েদের প্রতি শ্রদ্ধা ও মমতা ভরা লেখায় সমৃদ্ধ হয় এসব চিঠি। প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এ্যাঞ্জেলা গোমেজ ও নারী নেত্রী হাবিবা শেফা। প্রসঙ্গ আগামী ৮ মে বিশ্ব মা দিবস। এ দিবসে মায়েদের শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা জানিয়ে শেকড় প্রতিবছর নানা আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এরই অংশ হিসেবে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
×