ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আইসক্রিম’ আসছে কাল

প্রকাশিত: ০৬:৪২, ২৮ এপ্রিল ২০১৬

‘আইসক্রিম’ আসছে কাল

রনির প্রথম চলচ্চিত্র ছিল ‘চোরাবালি’, সেই ছবির মাধ্যমে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই রনির দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে দর্শকের প্রত্যাশাও বেড়েছে অনেক। এই চলচ্চিত্রে নবাগত তিন শিল্পীকে নিয়ে কাজ করেছেন রনি। নবাগত শিল্পীরা হলেন নাজিফা তুষি, রাজ ও উদয়। তাঁদের দর্শক কীভাবে গ্রহণ করবে সেটা নিয়ে বেশ চিন্তার মধ্যেই আছেন রনি। রাজিব আশরাফের কথায় চলচ্চিত্রে গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন আরাফাত মহসিন। তবে গানটির সঙ্গে জুড়ে দেয়া দৃশ্যগুলো রোমান্স প্রকাশ করলেও অর্থপূর্ণ মনে হয় না। একটা সিনেমার টিজার হিসেবে কোন সারমর্ম দেয় না। হয়তো এটাই রনির চমক। যার জন্য দর্শক অপেক্ষা করবে। ইতোমধ্যে ইউটিউবে দর্শক মন্তব্যে প্রশংসার রেশ দেখা গেছে।’ তবে চিন্তাকে খুব একটা পাত্তা না দিয়ে রনি আশা করছেন দর্শক ভালভাবেই গ্রহণ করবে চলচ্চিত্রটি। প্রথম টিজার ছাড়ার পর রনি এনটিভি অনলাইনকে বলেন, ‘ভাল সাড়া পাচ্ছি। এই চলচ্চিত্রটি আমি আমার আবেগ ও ভালবাসা দিয়ে তৈরি করেছি। তাই একটু ভয়ও কাজ করছে। কারণ দর্শক আমার আবেগ বুঝবে তো? আমি আমার সেরা কাজ দেয়ার চেষ্টা করেছি। এখন শুধু অপেক্ষা করতে হবে।’ টিজারটির দৈর্ঘ্য ১ মিনিটি ৪৪ সেকেন্ডের। টিজারে একটি গানের কিছু দৃশ্য দেখানো হয়েছে। রাজীব আশরাফের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন অর্ণব। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরাফাত মহসিন। তবে রেদওয়ান রনির নতুন চলচ্চিত্র ‘আইসক্রিম’ সেন্সর ছাড়পত্র এসেছে বেশ কদিন আগে। এবার জানানো হলো মুক্তির তারিখ। চলচ্চিত্রে অভিষেক হচ্ছে একাধিক নতুন মুখের। তাদের অভিনয় দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। ওই দিনই হলে মুক্তি পাবে চলচ্চিত্রটি। রেদওয়ান রনির চলচ্চিত্র ‘আইসক্রিম’র নতুন গান ‘পথ’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিনার রহমান। গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পীও তিনি। সঙ্গীত আয়োজনে আছেন সাজিদ সরকার। মিনারের কণ্ঠের সদ্ব্যবহার পাওয়া যায় গানটিতে। সফট রক ধাঁচের গানটি চলচ্চিত্রের ন্যারেশনকে খানিকটা আলাদা করে দেয়। তবে তা কতটা সফল চলচ্চিত্র মুক্তির পরই বোঝা যাবে। কিছুদিন আগে প্রকাশ হয় ‘আইসক্রিম’র ফার্স্টলুক টিজার। তাতে ঠাঁই পায় অর্ণবের একটি গান। ওই গানটিও শুনতে বেশ শ্রুতিমধুর। নির্মাতা রেদওয়ান রনি এখন দেশের বাইরে। তিনি বলেন, ‘পয়লা বৈশাখের উৎসবের পরপরই হলে আসবে আইসক্রিম। বৈশাখের সঙ্গে নতুন আর তারুণ্যের সম্পর্ক আছে। আশা করি, বৈশাখ মাসে চলচ্চিত্রের একঝাঁক তরুণের অভিষেক দর্শকদের জন্য দারুণ আনন্দের একটি উপলক্ষ হবে।’ ‘আইসক্রিম’ মূলত ভালবাসার সম্পর্ক আর সেই সম্পর্ক জিইয়ে রাখার গল্প। চলচ্চিত্রের তিন নবাগত শিল্পী হলেন কুমার উদয়, নাজিফা তুষি ও রাজ। আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানি।
×