ঢাকা, বাংলাদেশ   বুধবার ১০ এপ্রিল ২০২৪, ২৭ চৈত্র ১৪৩০

কেপ ভার্দের ব্যারাক থেকে ১১ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:৩৮, ২৭ এপ্রিল ২০১৬

কেপ ভার্দের ব্যারাক থেকে ১১ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক॥ উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভাদের্র একটি দ্বীপের সামরিক আবাসস্থল থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একজন নিখোঁজ ক্ষুব্ধ সেনা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে আট জন সেনা সদস্য। তিনজন বেসামরিক নাগরিকের মধ্যে দুই জন স্প্যানিশ নাগরিক। স্প্যানিশ নাগরিকরা ব্যারাকের পাহাড়ের উপর অবস্থিত যোগাযোগ ব্যবস্থার ত্রুটি সারাতে এসেছিল। সরকারি এক বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড সামরিক ক্যু কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। কেপ ভার্দে টেলিভিশন জানিয়েছে, দেশটির সবচেয়ে বড় দ্বীপ সান্টিয়াগোতে অবস্থিত মন্টে চোটা ব্যারাকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটার দিকে একজন পুলিশ কর্মকর্তা এই মৃতদেহগুলো খুঁজে পান। পুলিশ একটি ফেলে যাওয়া গাড়িতে ৮ টি কালাশনিকভ রাইফেল ও গুলি উদ্ধার করেন।
×