ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২ যুগ পর বেতনা নদীর পাটা বাঁধ উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিত: ২১:১৭, ২৬ এপ্রিল ২০১৬

২ যুগ পর বেতনা নদীর পাটা বাঁধ উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শার্শায় প্রশাসনের উদ্যোগে প্রায় ২ যুগ পর বেতনা নদীর পাটা বাঁধ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পাটাবাঁধ ও মাটির বাঁধ উচ্ছেদের পর দখলমুক্ত হতে চলেছে ৪০ কিলোমিটার বেতনা নদী। শতাধিক পাটাবাঁধ ও মাটির বাঁধের বিপরীতে উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিস ২৪টি প্রকল্প গ্রহণ করেছে। ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের জনবল দিয়ে শুরু করেছে পাটাবাঁধ ও মাটির বাঁধ উচ্ছেদ অভিযান। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ও সহকারী কমিশনার ভূমি লিটন আলী বলেন, দীর্ঘদিন যাবত উন্মুক্ত বেতনা নদী, খাল বিলসহ প্রতিটি প্রবাহমান নদীতে জবরদখল করে পাটাবাঁধ ও মাটিবাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো এক শ্রেণীর অসাধু লোক। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ি শার্শায় বেতনা নদীতে বাঁধ উচ্ছেদ সাধারণ মানুষের আর্শীবাদ স্বরূপ। উচ্ছেদের কারণে এবার সাধারণ মানুষ উপকৃত হবে। এদিকে বাঁধ উচ্ছেদের সময় সরকারি কাজে বাধা প্রদান করায় শরিফুল আলম মন্টু নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
×