ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবি শিক্ষক হত্যার নিন্দায় ইইউ, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৫০, ২৫ এপ্রিল ২০১৬

রাবি শিক্ষক হত্যার নিন্দায় ইইউ, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

কূটনৈতিক রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন। রবিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বর্বর এই হত্যাকা-ের নিন্দা জানান তিনি। এছাড়া এই হত্যাকা-কে মুক্তবুদ্ধি, সংস্কৃতি ও উদারতার ওপর আঘাত বলে উল্লেখ করেছে ফ্রান্স। তদন্তের মাধ্যমে ঘাতকদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে আশা প্রকাশ করেন মায়াদন। ইইউ রাষ্ট্রদূত অধ্যাপক রেজাউলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে পিয়েরে মায়াদন বলেন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে সামগ্রীকভাবে সমাজের বড় ক্ষতি হয়। এই বীভৎস হামলার বিরুদ্ধে দ্রুত ছাত্ররা মাঠে নেমেছেÑ এটা সবচেয়ে স্বস্তির। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় ফ্রান্সের দূতাবাস। রবিবার দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা- মুক্তবুদ্ধি, সংস্কৃতি ও উদারতার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশে ফ্রান্স দূতাবাস এই হত্যাকা-ের কড়া নিন্দা করছে।
×