ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষককে পুনর্বহাল দাবিতে শ্রেণীকক্ষে তালা, বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষককে পুনর্বহাল দাবিতে শ্রেণীকক্ষে তালা,  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৮ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা দুই দিন ধরে বিদ্যালয়ের সকল কক্ষ তালাবদ্ধ করে রেখেছে। শনিবার থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় ও এর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। জানা যায়, সমাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৪ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে ৩ মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার সংবাদ শুনে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শনিবার সকালে বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সমবেত হয়ে প্রধান শিক্ষককে অনৈতিকভাবে বরখাস্তের প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে মিছিল করে। শিক্ষার্থীরা মিছিল শেষে বিদ্যালয়ের প্রতিটি কক্ষ গত দুদিন ধরে তালাবদ্ধ করে রেখেছে। সরেজমিন রবিবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহাল না করা পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ থাকবে।
×