ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনসন এ্যান্ড জনসনকে ৭ কোটি ডলার ক্ষতি পূরণের নির্দেশ

প্রকাশিত: ০৪:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

জনসন এ্যান্ড জনসনকে ৭ কোটি ডলার ক্ষতি পূরণের নির্দেশ

‘জনসন এ্যান্ড জনসন’ পাউডার মেখে ক্যান্সার। এমনই অভিযোগ উঠেছে প্রখ্যাত এই প্রসাধন কোম্পানির বিরুদ্ধে। শুধু অভিযোগ ওঠাই নয়, ক্ষতিপূরণ বাবদ ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেয়ার নির্দেশও দিয়েছে মিসৌরি স্টেট আদালত। খবর ওয়েবসাইটের। জ্যাকি ফক্স (৬২) নামের এক নারী যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর মারা যান। কয়েক দশক ধরে তিনি জনসন এ্যান্ড জনসনের পাউডার ব্যবহার করেন। জ্যাকি ফক্সের বয়স যখন ৩৫ বছর হয়, তখন তার ওভারিতে ক্যান্সার ধরা পড়ে। আর এই রোগের পেছনে অন্যকিছু নয়, ফক্সের প্রসাধনসামগ্রী ‘জনসন এ্যান্ড জনসন’ এর পাউডারই দায়ী বলে চিকিৎসকরা জানান। এরপর ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন ফক্সের পরিবার। বেশ কিছুদিন ধরে মামলা চলার পর ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ সত্যি বলে মেনে নেয় মিসৌরি স্টেট আদালত। শুধু তাই নয়, ফক্সের পরিবারকে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়। ফক্সের পরিবারের আইনজীবী জানিয়েছেন, ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানি প্রতারণা, উদাসিনতা এবং ষড়যন্ত্রমূলক অপরাধ করেছে বলে বিচারপতি জানিয়েছেন। ১৯৮০ সাল থেকেই ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানির সামগ্রী বিপজ্জনক বলেও দাবি জানিয়েছেন। যদিও এ কথা অস্বীকার করেন ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানির মুখপাত্র ক্যারোল গডরিচ। ফক্সের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানির পাউডারসহ অন্যান্য প্রসাধনসামগ্রী সম্পূর্ণ সুরক্ষিত। কয়েক দশক ধরে এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আদালতের এই রায়ে তারা হতাশ। তবে কেবল ফক্সের পরিবারই নয়, ‘জনসন এ্যান্ড জনসন’ কোম্পানির বিরুদ্ধে আরও অনেকে মামলা দায়ের করেছে। যার মধ্যে মিসৌরি স্টেট আদালতেই চলছে ১ হাজারটি মামলা।
×