ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দফায় ৬৮৪ ইউপির ভোট ৩১ মার্চ

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

দ্বিতীয় দফায় ৬৮৪ ইউপির ভোট ৩১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য ৬৮৪টির ইউনিয়ন পরিষদের বিস্তারিত সময়সূচী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী এ দফায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ২ মার্চ বুধবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ মার্চ শনি ও রবিবার। এছাড়া প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে চাইলে ১৩ মার্চের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হবে। কমিশন জানিয়েছে দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের তালিকাসহ বিস্তারিত সময়সূচি জারি করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচী ঘোষণা করা হয়। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব রকিব উদ্দিন ম-ল জানান, দ্বিতীয় ধাপের ভোটের সময়সূচী জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি আকারে জারি করবেন। এর আগে প্রথম দফায় নির্বাচনের জন্য ৭৫২টি ইউপি পরিষদের তফসিল ঘোষণা করে ইসি। পরে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ১৩টি ইউনিয়ন পরিষদ প্রথম দফায় নির্বাচনের তালিকা থেকে বাদ দেয়া হয়। ফলে প্রথম দফায় এখন ৭৩৯টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় নির্বাচনের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি আগ্রহী প্রার্থীদের স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এছাড়া এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় দফার তফসিলসহ মোট ছয় দফায় ৪ হাজারের বেশি ইউপির নির্বাচনের জন্য ইসির পক্ষ থেকে তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের বিস্তারিত সময়সূচী জানানো হলো। আইন অনুযায়ী পৌরসভার পর প্রথমবারে মতো দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। কমিশন জানিয়েছে রাজনৈতিক দলের প্রার্থীদের দলের প্রত্যয়ন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ইতোমধ্যে সবুজ ও গোলাপী রঙের ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করে দিয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত পদের জন্য এ দুটি ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে। তবে চেয়ারম্যান পদে ব্যালট মুদ্রণের জন্য প্রতীক বরাদ্দ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতীক বরাদ্দের পর ধাপে ধাপে সাদা রঙের এই ব্যালট পেপার ছাপানো শুরু হবে। ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৩৪ হাজার। এর মধ্যে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোতে প্রত্যেক ভোটারের জন্য চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য তিনটি করে মোট ২৪ কোটি ব্যালট পেপার ছাপাতে হবে। এর মধ্যে প্রথম ধাপের ৭৩৯ ইউপিতে ভোটার সংখ্যা ১ কোটি ৩৫ লাখের মতো। এজন্য প্রায় ৪ কোটি ব্যালট পেপার ছাপতে হবে। প্রার্থী প্রত্যয়নে ইসিতে বিএনপির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জমা ॥ এদিকে বিএনপির পক্ষ থেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়ন করতে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনাস্বাক্ষর ইসিতে জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রত্যয়নের ক্ষমতা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিঠি কমিশন সচিবের নিকট জমা দেন দফতর সম্পাদক রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী প্রত্যয়নে বিএনপির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও নমুনা স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। তিনি দলের চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়ন করবেন।
×