ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের স্বর্ণের দোকানে ডাকাতি

প্রকাশিত: ০০:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জের স্বর্ণের দোকানে ডাকাতি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মঙ্গলবার রাতে (২টায়) স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় ২ ভরি স্বর্ণ, প্রায় ৭০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে যায়। উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর বাজারের বাবুল স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে। রাত ২ টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল বাজারের ২ পাহাড়াদারসহ ১৫/১৬ জনকে বেধেঁ রেখে ডাকাতি করে। এলাকাবাসি টের পেয়ে মসজিদের মাইকে মাইকিং করলে ডাকাতরা নদীপথে ট্রলারযোগে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৩ টায় সিরাজদিখান থানার পুলিশের একটিদল ঘটনাস্থলে যায়। তবে কোন ডাকাতকে আটক করতে পারেনি।এ সময় তাদের সাথে পিস্তল, রামদা ও চাপাতি ছিল। খবর পেয়ে রাত ৩ টায় সিরাজদিখান থানার পুলিশের একটিদল ঘটনাস্থলে আসে। এসব তথ্য দিয়ে সিরাজদিখান থানার এসআই মো. ওয়াহেদুজ্জামান অহিদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছি। দোকানের ভিতর ৫ জন ঘুমিয়ে ছিল। দোকানের সাটার ভাঙার সময়ও যদি তারা ফোন দিত তাহলে হয়তো ডাকাতদের আটক করা যেত। দোকানের মালিক বাবুল রাজবংশি জানান, ডাকাতরা সিন্দুক ভেঙ্গে ২ ভরি স্বর্ণ, প্রায় ৭০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। বাবুল স্থানীয় খগেন রাজবংশির পুত্র।
×