ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চরফ্যাশন পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু

প্রকাশিত: ০৬:৫৫, ৩১ জানুয়ারি ২০১৬

চরফ্যাশন পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৩০ জানুয়ারি ॥ ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের শনিবার রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। পোস্টার ছাপানোর ধুম পড়ে গেছে। রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাদলকৃষ্ণ দেবনাথকে (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজকে (ধানের শীষ) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে পারভীন বেগম (কাচি), ফাতেমা খাতুন (হারমোনিয়াম), ফরিদা পারভীন (ভ্যানিটিব্যাগ), সুফিয়া খাতুন (আঙ্গুর)। ২ নং ওয়ার্ডে বিবি হাজেরা (গ্যাসের চুলা), শাহিনা বেগম (মৌমাছি), জেসমিন আক্তার (আঙ্গুর), শেফালী বেগম (ভ্যানিটিব্যাগ), হাওয়ানুর বেগম (কাচি), পারভীন (চকলেট)। ৩ নং ওয়ার্ডে জাহানারা বেগম (আঙ্গুর), খাদিজা বেগম (কাচি)। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাকসুদুর রহমান (পানির বোতল), মোঃ মহি উদ্দিন (টেবিল ল্যাম্প), মোঃ ইকবাল (ব্লাক বোর্ড), মোঃ মিজানুর রহমান (পাঙ্জাবী), আলাউদ্দিন মাতব্বর (উটপাখি)। ২নং ওযার্ডে মোঃ নজরুল ইসলাম কিষান (পাঞ্জাবি), মোঃ সামসুদ্দিন (টেবিল ল্যাম্প), মোঃ অহিদ (ডালিম). জসিম উদ্দিন হাওলাদার (পানির বোতল), মোঃ মফিজ (উটপাখি)। ৩নং ওয়ার্ডে মোঃ মঞ্জু (ডালিম), মোঃ সিরাজুল ইসলাম (পানির বোত), মোঃ ইউনুস (পাঞ্জাবি), মোঃ ফারুক হোসেন (উটপাখি)। ৪নং ওয়ার্ডে মোঃ আকতারুল আলম সামু (উটপাখি), মোঃ জামাল উদ্দিন সবুজ (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে মোঃ আকবর হোসেন (উটপাখি), মোঃ জাকির হোসেন (ব্লাকবোর্ড), গিয়াস উদ্দিন (ডালিম), মোঃ মাহবুব আলম (পানির বোতল), মোঃ ইউনুছ (পাঞ্জাবি। ৬নং ওয়ার্ডে মোঃ আবুল কালাম আজাদ (পাঞ্জাবি), মোঃ জহির রায়হান (উটপাখি), মোহাম্মদ জাহাঙ্গির হোসেন (পানির বোতল)। ৭নং ওয়ার্ডে তরিকুল ইসলাম মিলন (পানির বোতল), মোহাম্মদ বাবলু (টেবিল ল্যাম্প), মোঃ এনায়েত উল্যাহ (ডালিম), দাইমুদ্দিন হাওলাদার (উটপাখি), মোঃ ফকরুদ্দিন আল মামুন (পাঞ্জাবি)। ৮ নং ওয়ার্ডে মোঃ আবু জাহের ভূইয়া (উটপাখি), মোঃ জাহিদুল ইসলাম রাসেল (পাঞ্জাবি)। ৯নং ওয়ার্ডে মোঃ আবদুল মতিন (পানির বোতল), নুরুল ইসলাম (ব্লাকবোর্ড), মোঃ জোবায়ের হোসেন (পাঞ্জাবি), মিজানুর রহমান (উটপাখি), এমদাদুল হক (ডালিম) ও মোঃ কামাল উদ্দিন (স্ক্রু-ড্রাইভার) প্রতীক বরাদ্দ পেয়েছেন। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি সোমবার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। জুয়ায় বাধা দেয়ায় বাড়ি ভাংচুর ॥ লুট নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ জানুয়ারি ॥ সালথায় জুয়া খেলায় বাধা দেয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের মিষ্টি ব্যবসায়ী সুবোধ কুন্ডুর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা পিটিয়ে আহত করে সুবোধ কুন্ডু ও তার স্ত্রী সরস্বতী কুন্ডুকে । সুবোধ কুন্ডুর ছেলে বিষ্ণু কুন্ডু বলেন, স্থানীয় কয়েকজন যুবক প্রতিদিন রাতে আমাদের বাড়ির সামনে বসে জুয়া খেলত। বিষয়টি পুলিশকে জানালে বুধবার রাতে পুলিশ জুয়ার আসর থেকে পাশের কাগদী গ্রামের তিনজনকে আটক করে। কিন্তু বৃহস্পতিবার ওই জুয়াড়িরা জামিনে বের হয়ে শুক্রবার বিকেলে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ব্যাপক ভাংচুর করে।
×