ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ ফাইনালে মুখোমুখি সেরেনা-কারবার

প্রকাশিত: ০০:০০, ৩০ জানুয়ারি ২০১৬

আজ ফাইনালে মুখোমুখি সেরেনা-কারবার

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ান ওপেনে প্রমীলা এককের ফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবেন অ্যাঞ্জেলিক কারবার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রমীলা এককের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা ২-৩০ মিনিটে। সেরেনা উইলিয়ামস নতুন বছরটি শুরু করেছেন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। তিনি মারিয়া শারাপোভা এবং অ্যাগ্নিয়েস্কা রাদাওয়ানস্কার মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে আছেন তিনি। আজকের শিরোপাটি জয় করতে পারলেই তিনি পৌঁছে যাবেন এই মাইলফলকে। তাই তার লক্ষ্য এখন শুধুই জয় নিশ্চিত করা। অন্যদিকে জার্মান অ্যাঞ্জেলিক কারবার তার জীবনের প্রথম মেজর শিরোপা জয়ের স্বপ্ন বুনছেন। কারবারের সময়টাও কিন্তু খুব একটা খারাপ কাটেনি। সেমি ফাইনালে জোহানা কন্টাকে হারিয়ে তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। তবে খুব একটা আশ্বস্ত হতে পারছেন না তিনি। বিশ্বের এক নম্বর তারকার বিপক্ষে মোকাবিলা করা যে সহজ নয় তা খুব ভালো করেই জানেন কারবার। এই নিয়ে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা। আরও একবার ফাইনালে উঠতে পেরে সেরেনা খুবই আনন্দিত। ২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের খুব কাছে দাঁড়িয়ে নিজের উপর আত্মবিশ্বাসী সেরেনা। কেননা এর আগে সেরেনা-কারবার ছয়বার মুখোমুখি হয়েছেন। যার পাঁচটি ম্যাচেই সেরেনা বিজয়ীর হাসি হেসেছেন। তাই এখন শুধুই অপেক্ষার পালা। কার ঘরে যাবে আজকের শিরোপা? ২১টি শিরোপা জয়ী সেরেনার ঘরে নাকি প্রথমবারের মত মেজর শিরোপার ফাইনালে ওঠা কারবারের ঘরে?
×