ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় আলতাফ মাহমুদ

প্রকাশিত: ০৭:১৭, ২৬ জানুয়ারি ২০১৬

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় আলতাফ মাহমুদ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ স্ত্রী, সন্তান, পরিজনসহ পরিচিত-অপরিচিত সবাইকে কাঁদিয়ে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ। যে মাটিতে তিনি জন্ম নিয়েছিলেন ৬৬ বছর পরে আবার ফিরে এলেন সেই মাটিতেই। সোমবার সকাল দশটায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের জৈনপুরী খানকা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে তাঁর মরদেহ নেয়া হয় ডাকুয়া গ্রামের বাড়িতে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। উভয় জানাজায় স্থানীয় এমপি আখম জাহাঙ্গীর হোসাইন, উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, পৌর মেয়র ওহাব খলিফা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবু জাফর সূর্য এবং স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বেলা সাড়ে এগারোটার দিকে সকলের চোখের পানিতে বিদায় নিলেন আলতাফ মাহমুদ। তাঁর মরদেহ শুইয়ে দেয়া হয় বাবা-মায়ের কবরের পাশে। বাবা সুন্দর আলী খানের চতুর্থ সন্তান আলতাফ মাহমুদের লাশ রবিবার বিকেল সাড়ে চারটায় বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে গলাচিপা নিয়ে আসা হয়। প্রথমে তার লাশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও পরে গলাচিপা পৌর শহরের বাড়িতে নেয়া হয়। বিকেল থেকে রাতভর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এলাকার হাজারো মানুষ।
×