ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টোকস ও আমলার টেস্ট ড্র

প্রকাশিত: ০৫:২৮, ৭ জানুয়ারি ২০১৬

স্টোকস ও আমলার টেস্ট ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ এমন ম্যাচের কথা আর কে মনে রাখে? তবে বেন স্টোকস ও হাশিম আমলার জন্য কেপটাউন টেস্টটা স্মরণীয় হয়ে থাকবে। একজন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি (২৫৮) হাঁকিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন, স্টোকস ব্যাট চালিয়েছেন ওয়ানডে স্টাইলে। অন্যদিকে ক্যারিয়ারের সবচেয়ে দুঃসময় পেছনে ফেলে আমলা খেলেছেন ক্ল্যাসিক্যাল দ্বিশতক (২০১)Ñ যার ওপর ভর করে ম্যাচটাকে ড্রর পথ দেখিয়ে সিরিজে নিজেদের টিকিয়ে রেখেছিলেন প্রোটিয়া অধিনায়ক। এমনকি শেষ দিকে ব্যতিক্রম কিছু দেখার আশায় মাত্র ২ রানে পিছিয়ে থেকেও ইনিংসের ঘোষণা দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬২৯/৬ ডিক্লেঃ বনাম, দক্ষিণ আফ্রিকা ৬২৭/৭ ডিক্লেঃ! চাইলে লিড নিতে পারতেন, কিন্তু সেটি করেননি আমলা। বিনা উইকেটে ১৬ রান নিয়ে বুধবার নিজেদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। ১৯ রানের মধ্যে এ্যালিস্টার কুক (৮) ও এ্যালেক্স হেলসকে (৫) সাজঘরে ফেরান দুই পেসার কাগিসো রাবাদ ও মরনে মরকেল। দুর্দান্ত এক স্পেলে ৫০ রানের ব্যবধানে তিন ইংলিশ ব্যাটসম্যান নিক কম্পটন (১৫), জেমস টেইলর (২৭) ও বেন স্টোকসকে (২৬) ফিরিয়ে হঠাৎই নাটকের ইঙ্গিত দেন তরুণ স্পিনার ড্যান পিয়েড। টেইলর যখন সাজঘরে ফেরেন ৪২ ওভারে ১১৬ রানে ৬ উইকেট নেই সফরকারীদের! এ পর্যায়ে হাল ধরেন জনি বেয়ারস্টো (৩০) ও মঈন আলি (১০)। যদিও আলোর স্বল্পতায় খেলা বন্ধ ছিল। কিন্তু শেষ পর্যন্ত আলো উঁকি না দেয়ায় নির্ধারিত সময় অপেক্ষার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ফেরা যাক স্টোকস-আমলার দিকে। ২৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন স্টোকস। প্রথম দিন শেষে ৭৪ বলে অপরাজিত ছিলেন। ৯৩ বলে ৭৪ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে এই বাঁ হাতি নিজের ‘আসল চেহারা’ দেখান, জাতটাকেও চেনান নতুন করে। লাঞ্চের আগেই ৭৪ বলে ১৩০ রান যোগ করে পূর্ণ করেন প্রথম ডাবল সেঞ্চুরি। ২০০ ছুঁতে লাগে ১৬৩ বল- যা টেস্টে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির নজির। অন্যদিকে দীর্ঘ রান খরা কাটিয়ে ২০১ রান করে আউট হন আমলা। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালটি খুবই বাজে কেটেছে আমলার, গত বছর ১২ টেস্টে করেছেন মোটে ২৫১ রান। চার ম্যাচের সিরিজে প্রথমটি জিতে ১-০তে এগিয়ে সফরকারী ইংল্যান্ড। জোহানেসবার্গে তৃতীয় টেস্ট শুরু ১৪ জানুয়ারি।
×