ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ৭ দিনব্যাপী বিজয় মেলার সমাপনী আজ

প্রকাশিত: ০৪:০৪, ২২ ডিসেম্বর ২০১৫

টঙ্গীতে ৭ দিনব্যাপী বিজয় মেলার সমাপনী আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘শিল্পের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ সেøাগানে মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী শাখা প্রতিবারের মতো এবারও স্থানীয় সফি উদ্দিন মাঠে আয়োজন করে ৭ দিনব্যাপী বিজয় মেলা। এ বিজয় মেলা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার মেলা মঞ্চে বিষয়ভিত্তিক আলোচনায় ‘বাংলাদেশের নারী মুক্তি : সংকট ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ম-লীর সদস্য এমএ মালেক। এদিন মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মাদল সাংস্কৃতিক একাডেমি, স্রোত আবৃত্তি সংসদ, ঢাকা, স্রোত ধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, নাট্যভূমি, বিবর্তন সংস্কৃতি চর্চা কেন্দ্র, মূলধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রমুখ। আজ সমাপনী অনুষ্ঠান বিকেল ৩টায় সফিউদ্দিন সরকার একাডেমি এ্যান্ড কলেজ মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক মাধব আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ। বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার নির্বাহী সদস্য সৈয়দ আতিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এ্যাড. শওকত আলী, মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক জহিরুল আলম বাঁধন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান শোভন প্রমুখ। এবারের বিজয় মেলায় বিভিন্ন দায়িত্বে ছিলেন শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দিন, নাজিম আহমেদ, তামান্না ইসলাম, জেবুন্নেছা চুমকি, উজ্জ্বল লস্কর, সহিদুল্লাহ ভূইয়া স্বপন, কামরুল ইসলাম সরকার আদিল, মশিউর রহমান, সিফাত আরা ভূইয়া বন্যা, মীর মইনুল হোসেন শিপলু, শাহনাজ অনু, রিয়াজ উদ্দিন রাজ, মনিরুল ইসলাম রাজীব প্রমুখ। এ মেলা শুরু হয় ১৫ ডিসেম্বর মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃত্তি, সঙ্গীত, বাউলগান, নৃত্য, পদাবলী কীর্তন, এ্যাক্রোবেটিক, কাব্যনক্শা ইত্যাদি অনুষ্ঠান পরিবেশন করেন। এবারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিবর্তন সংস্কৃতিক চর্চা কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখা, নাট্যভূমি, উন্মুক্ত থিয়েটার, দীগন্ত থিয়েটার, মূলধারা সংস্কৃতিক চর্চা কেন্দ্র, স্রোতধারা সংস্কৃতিক চর্চা কেন্দ্র, কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ, আরণ্যক নাট্যদল, ঢাকা মৌলিক নাট্যদল, নাট্যদ্বীপ, মুক্তিমঞ্চ নাট্যদল, মৈত্রী থিয়েটার, স্রোত আবৃত্তি সংসদ প্রমুখ।
×