ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জার্মান জায়ান্টদের নতুন কোচ আনচেলত্তি, গার্ডিওলার নতুন ঠিকানা ম্যানসিটি

বেয়ার্নকে না বলে দিলেন গার্ডিওলা

প্রকাশিত: ০৪:১৮, ২১ ডিসেম্বর ২০১৫

বেয়ার্নকে না বলে দিলেন গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন পেপ গার্ডিওলা। বেয়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হননি তিনি। এর ফলে আগামী মৌসুমে তার জায়গায় বেয়ার্নের দায়িত্ব পালন করবেন কার্লো আনচেলত্তি। তবে খুব কম সময়েই ক্লাবকে সাফল্য উপহার দেয়ায় গার্ডিওলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ। এ বিষয়ে বেয়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমিনগে বলেন, ‘গার্ডিওলার কাছে আমরা কৃতজ্ঞ। বেভারিয়ানদের তিনি অনেক কিছু দিয়েছেন। আশা করছি এ মৌসুমেও সাফল্য পাবেন তিনি।’ ২০১৩ সালে বেয়ার্নের দায়িত্ব নেয়ার পর ক্লাবকে দুটি লীগ শিরোপা আর জার্মান কাপ জেতান পেপ গার্ডিওলা। আর গার্ডিওলার উত্তরসূরি হিসেবে কার্লো আনচেলত্তির নামটিও জানিয়ে দেন রুমিনগে। এ বিষয়ে তিনি বলেন, ‘বেয়ার্নের হয়ে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। তিনি এর আগেও সফলভাবে বেয়ার্নের দায়িত্ব পালন করেছেন। আশা করি দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েও সফল হবেন তিনি।’ ৫৬ বছর বয়সী আনচেলত্তি এ বছর রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর কোন ক্লাবের কোচের দায়িত্বে নেই। তাই আগামী মৌসুমে গার্ডিওলার জায়গায় বেয়ার্নের দায়িত্ব নিয়েই নতুন করে শুরু করবেন সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ। আর সাবেক বার্সিলোনার কোচ গার্ডিওলার ঠিকানা হতে পারে ম্যানসিটি। ক্লাবটির বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও মানছেন তা। এ বিষয়ে সাবেক মালাগার কোচ পেলেগ্রিনি বলেন, ‘কোন না কোন দিন সে এখানে আসবেই।
×