ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত তিন ফিলিপিন্সে টাইফুন মেলর আঘাত, লাখ লাখ লোক বিদ্যুতবিহীন

প্রকাশিত: ০৬:১১, ১৬ ডিসেম্বর ২০১৫

মৃত তিন ফিলিপিন্সে টাইফুন মেলর আঘাত,  লাখ লাখ লোক  বিদ্যুতবিহীন

ফিলিপিন্সে মঙ্গলবার টাইফুন মেলর আঘাত হেনেছে। এতে তিনজনের প্রাণহানি এবং লাখ লাখ লোক বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে। উত্তরাঞ্চলীয় সামার প্রদেশের ক্যাটারমান শহরে প্রবল ঠা-ায় একজন এবং পানিতে ডুবে অপর দু’জনের মৃত্যু হয়। পৌর দুর্যোগ কর্মকর্তা জনাথন বালডো এ কথা জানান। খবর এএফপির। টাইফুনের কারণে অন্তত সাতটি প্রদেশে অসংখ্য গাছপালা উপড়ে গেছে এবং এসব এলাকা বিদ্যুতহীন হয়ে পড়েছে। দেশটির মধ্যাঞ্চলে টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তবে মঙ্গলবার সকালে ঝড়টি দুর্বল হয়ে ঘণ্টায় ১শ’ ৭০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল। সোমবার এর গতি ছিল ঘণ্টায় ১শ’ ৮৫ কিলোমিটার। মিন্দোরো দ্বীপের দিকে যেতে যেতে এটি আরও দুর্বল হয়ে পড়বে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার ১৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার বাতিল করা হয়েছিল আরও ৫৬টি। উল্লেখ্য, দেশটিতে বছরে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে। এদের অধিকাংশই মারাত্মক ঝড়। চলতি বছর সর্বশেষ যে টাইফুনটি মারাত্মকভাবে আঘাত হেনেছিল সেটির নাম কুপ্পু। এতে ৫৪ জন প্রাণ হারিয়েছিল।
×