ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে সিএস ফেস্ট শুরু

প্রকাশিত: ০৬:২৩, ২৩ নভেম্বর ২০১৫

এআইইউবিতে  সিএস ফেস্ট  শুরু

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে এআইইউবি কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও চার দিনব্যাপী (২২-২৫ নবেম্বর) সিএস ফেস্ট ২০১৫ উদযাপিত হচ্ছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই ফেস্টটি মূলত এআইইউবি কম্পিউটার সায়েন্স বিভাগের বিভিন্ন ধরনের ইভেন্ট, প্রতিযোগিতা ও কার্যক্রমের বিশেষ বিশেষ দিকগুলো সফলভাবে সকলের সামনে তুলে ধরা হয়েছে যা শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মপ্রন্থায় এবং মেধা বিকাশে বিশেষ অনুপ্রেরণা, মেধার গুরত্ব¡ ও যুগোপযোগী জ্ঞানের প্রতিফলনে কার্যকর ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড ল্যামাগনা উৎসবমুখর পরিবেশে রবিবার বেলা ১১টায় এআইইউবিএর কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভবন প্রাঙ্গণে চার দিনব্যাপী অনুষ্ঠিতব্য সিএস ফেস্ট ২০১৫-এর শুভ উদ্বোধন করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ প্রদক্ষিণ করে। প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থীদের অংশগহণে অনুষ্ঠিত সিএস ফেস্ট ২০১৫-এর বিশেষ বিশেষ ইভেন্ট এর মধ্যে আইসিটি কুইজ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট, গেমিং কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, এপ্লিকেশন শোকেসিং, সিস্টেম ডিজাইন এবং ডেভেলপমেন্ট কনসেপ্ট, ফটো এক্সিভিশন, ডিজিটাল আর্ট কম্পিটিশন, রচনা প্রতিযোগিতা, নেটওয়ার্কিং কসটেস্ট, টেক বিজনেস আইডিয়া কনসেপ্ট, মোবাইল এ্যাপ শোকেসিং, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, এপ্যাক সদস্যদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশনা। এ ছাড়াও শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য কর্মশালা, সেমিনার, থ্রিডি এ্যানিমেশন ট্রেনিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উৎসবের শেষ পর্বে এআইইউবি অডিটরিয়ামে প্রতিযোগিতার মাধ্যেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিচারকদের ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×