ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

পেড্রোর রঙিন অভিষেক

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ আগস্ট ২০১৫

পেড্রোর রঙিন অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ জহুরী চিনতে ভুল করেননি জোশে মরিনহো। বার্সিলোনা পেড্রো রড্রিগুয়েজকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে। কিন্তু চেলসি কোচ একপ্রকার ছো মেরে পেড্রোকে স্টামফোর্ড ব্রিজে ভেড়ান। পর্তুগীজ লৌহমানবের সিদ্ধান্ত যে সঠিক সে প্রমাণ ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেক ম্যাচেই রেখেছেন সদ্য সাবেক হওয়া বার্সা তারকা। চেলসির হয়ে নিজের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন পেড্রো। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। স্প্যানিশ এই স্ট্রাইকারের জাদুতে এবারের ইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রবিবার অনুষ্ঠিত ম্যাচে চেলসি ৩-২ গোলে পরাজিত করে স্বাগতিক ওয়েস্টব্রুমউইচকে। ব্রুমউইচের মাঠে ব্লুজদের হয়ে পেড্রো ছাড়াও গোল করেন দিয়াগো কোস্তা ও আজপিলিকুয়েটা। ওয়েস্টব্রুমউচের হয়ে একাই দুই গোল করেন মরিসন। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে উঠে। ২০ মিনিটে চেলসিকে এগিয়ে নেন পেড্রো। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কোস্তা। ৩৫ মিনিটে মরিসনের গোলে ব্যবধান ২-১ করে ওয়েস্টব্রুম। সাত মিনিট পর চেলসিকে ৩-১ গোলে এগিয়ে নেন আজপিলিকুয়েটা। বিরতির পর ৫৯ মিনিটে মরিসন নিজের দ্বিতীয় গোল করলে ওয়েস্টব্রুম ব্যবধান কমিয়ে নিয়ে আসে ৩-২ এ। শেষদিকে চেলসি অধিনায়ক জন টেরি লালকার্ড দেখে মাঠ ছাড়লেও প্রথম জয়ের স্বাদ পায় মরিনহোর দল।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশের ৭ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি