ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ জুন ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. নারী শিক্ষার প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ কোনটি? ক) নারী শিক্ষক নিয়োগ খ) নতুন বিদ্যালয় নির্মাণ গ) শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি ঘ) মেয়েদের উপবৃত্তি প্রদান ২. জাতীয় সংসদের মেয়াদকাল কোনটি? ক) ৪ বছর খ) ৫ বছর গ) ৬ বছর ঘ) ৭ বছর ৩. ভাইসরয় সম্পর্কিত তথ্য হলো- র. ব্রিটিশ রাজ প্রতিনিধি রর. হেস্টিংস প্রথম ভাইসরয় ররর. ভারত শাসন আইনের দ্বারা সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৪. পেশাজীবী যাদেরকে বলা হয়- র. ডাক্তার রর. ইঞ্জিনিয়ার ররর. শিক্ষক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৫. ন্যাম প্রতিষ্ঠিত হয় যাদের উদ্যোগে তারা হলেন- র. জওহরলাল নেহেরু রর. গামাল অবদেল নাসের ররর. জিয়াউর রহমান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৬. বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি? ক) রামচন্দ্র খ) জগন্নাথ গ) ঢাকেশ্বরী ঘ) কালি ৭. গাছের সংখ্যা বেশি কোথায়? ক) শহরে খ) উপশহরে গ) গ্রামাঞ্চলে ঘ) উপরের সবকটিতে ৮. জাতিসংঘের কোন বিশেষ সংস্থা শিশুদের কল্যাণের জন্যে কাজ করে? ক) ইউনেস্কো খ) ফাও গ) ইউনিসেফ ঘ) ইউএনডিপি ৯. বিশ্ব খাদ্য সংস্থার (ফাও) কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৭টি খ) ১৮৮টি গ) ১৯০টি ঘ) ১৯৮টি ১০. উত্তরা গণবভন কিসের পরিচায়ক? ক) প্রধানমন্ত্রীর বিলাসবহুল বাসভবন খ) রাষ্ট্রপতির বিলাসবহুল বাসভবন গ) বিদেশি অতিথিদের বাসভবন ঘ) মূল্যবান স্থাপত্য কীর্তির নিদর্শন ১১. শিশু যেসব উপকরণের সাথে পরিচিত হয়- র. ছবির সাথে রর. বিভিন্ন খেলনার সাথে ররর. পরিবারের সাথে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১২. দুর্যোগের ধরন হলো- র. প্রাকৃতিক রর. রাষ্ট্রীয় ররর. মানবসৃষ্ট নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৩. বিশ্ব স্বাস্থ সংস্থার সদরদপ্তর কোন রাষ্ট্রে অবস্থিত? ক) আমেরিকায় খ) ইংল্যান্ডে গ) সুইজারল্যান্ডে ঘ) জাপানে ১৪. ড. মুহম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য অবদান হলো- র. চর্যাপদের কাল নির্ণয় রর. আঞ্চলিক ভাষার অভিধান ররর. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৫. ভারতের কোন অংশে মারাঠা শক্তির উদ্ভব হয়েছিল? ক) উত্তর খ) পূর্ব গ) পশ্চিম ঘ) দক্ষিণ ১৬. বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদ ভূমিকা রাখে- র. কর্মসংস্থান বৃদ্ধিতে রর. যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ররর. খাদ্যের অভাব পূরণে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ১৭. গ্রাম ও শহরে কাদের জন্য সহজলভ্য পরিবার পরিকল্পনা ও অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন? ক) সকলের জন্য খ) উচ্চবিত্তদের জন্য গ) শিক্ষিতদের জন্য ঘ) দরিদ্র মানুষের জন্য ১৮. রেমিটেন্স এর সঠিক প্রতিশব্দ কোনটি? ক) জবসরঃঃধহপব খ) জধসরঃধহপব গ) জধসরঃঃধহপব ঘ) জবসরঃধহপব ১৯. বাংলায় স্বাধীন সুলতানি শাসন স্থায়ী হয়েছিল- র. ১০০ বছর রর. ২০০ বছর ররর. ৩০০ বছর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ২০. বায়ুর মূল উপাদান কোনটি? ক) অক্সিজেন খ) সি এফসি গ) এইচসিএফসি ঘ) মিথাইল ২১. বেকাররা মাদকাসক্ত হচ্ছে কেন? ক) ইচ্ছে করে খ) সময় কাটাতে গ) হতাশার কারণে ঘ) চিত্তবিনোদনের অভাবে ২২. রাষ্ট্রের উপাদান কোনটি? ক) মন্ত্রণালয় খ) সচিবালয় গ) প্রধানমন্ত্রীর কার্যালয় ঘ) সরকার ২৩. সোনারগাঁও থেকে হারিয়ে যায় নি- র. মসলিন বস্ত্রবায়ন রর. ব্যবসায় বাণিজ্যের একটি প্রভাব ররর. সুলতানি শাসনকেন্দ্র নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. বাংলাদেশের সদস্যপদ থাকলেও ভারতের কোন প্রতিষ্ঠানের সদস্য পদ নেই? ক) সার্ক খ) ওআইসি গ) কমনওয়েলথ ঘ) ন্যাম ২৫. পানাম নগরের উত্তর পাশে কতটি ইমারত রয়েছে? ক) ৩১টি খ) ৩৩টি গ) ৩৭টি ঘ) ৩৬টি ২৬. মাদকাসক্তি মারাত্মক প্রভাব ফেলছে আমাদের- র. সামাজিক জীবনে রর. অর্থনৈতিক জীবনে ররর. নৈতিক জীবনে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ২৭. রাষ্ট্রের মূল চালিকা শক্তি? ক) সরকার খ) জনগণ গ) আইন বিভাগ ঘ) শাসন বিভাগ ২৮. বেসরকারি সংস্থাগুলো কোন পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বগ্ধ করার জন্যে কাজ করছে? ক) পরিবার পরিকল্পনা খ) জনসংখ্যা নিয়ন্ত্রণ গ) টিকাদান ঘ) শিশু মৃত্যু হ্রাস ২৯. বাংলাদেশ রাষ্ট্রের মালিক কে? ক) রাষ্ট্রপতি খ) অর্থমন্ত্রী গ) প্রধানমন্ত্রী ঘ) জনগণ ৩০. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে উঠেছে? ক) শুধু শহরে খ) শুধু গ্রামে গ) শহর ও গ্রামে ঘ) হাওড় অঞ্চলে ৩১. চাকমাদের প্রদান খাদ্য কী? ক) রুটি খ) খিচুড়ি গ) ভাত ঘ) মুড়ি ৩২. সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন? ক) উচ্চ শিক্ষার হার বৃদ্ধি খ) মাথাপিছু আয় বৃদ্ধি গ) নিরক্ষরতা দূরীকরণ ঘ) স্বাস্থ্য রক্ষা ৩৩. বাংলাদেশের কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি? ক) অসৎ সঙ্গ খ) দারিদ্য গ) চিত্তবিনোদনের অভাব ঘ) শিক্ষার অভাব ৩৪. বাংলাদেশের কোনটি সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে? ক) স্বাস্থ্যসেবা খ) জনসংখ্যা ব্যবস্থা গ) জীববৈচিত্র্য ঘ) প্রাকৃতিক সম্পদ ৩৫. যে কারণে আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে- র. বিদেশি সহায়তা রর. পরিবার পরিকল্পনা কার্যক্রম ররর. মানুষের ক্রমবর্ধমান সচেতনতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩৬. শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের কত নম্বর বিপদসংকেত শোনার পর আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে? ক) ৪ নম্বর খ) ২ নম্বর গ) ৫ নম্বর ঘ) ৬ নম্বর ৩৭. সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে- ক) শৈশব থেকে কৈশোর পর্যন্ত খ) শৈশব থেকে যৌবন পর্যন্ত গ) কৈশোর থেকে যৌবন পর্যন্ত ঘ) শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ৩৮. চর্যাগীতির বিখ্যাত রচয়িতা ছিলেন? ক) লুইপা ও কাহ্নপা খ) হরপ্রসাদ শাস্ত্রী ও চন্ডীদাস গ) বিদ্যাপতি ও জ্ঞান দাস ঘ) গোবিন্দ দাস ও চন্ডীদাস ৩৯. কোন খনিজ সম্পদটি বাংলাদেশে পাওয়া যায়?
×