ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিরোধপূর্ণ দঃ চীন সাগর নিয়ে সংলাপে বসুন ॥ বান কি মুন

প্রকাশিত: ০৪:৪০, ২৪ মে ২০১৫

বিরোধপূর্ণ দঃ চীন সাগর নিয়ে সংলাপে বসুন ॥ বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ সংলাপের মাধ্যমে সুরাহা করার আহ্বান জানিয়েছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দেশটির প্রেসিডেন্ট ট্রুং তান সাং-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এদিকে দক্ষিণ চীন সাগরের যে এলাকায় চীন কৃত্রিম দ্বীপ তৈরি করছে, সেই দ্বীপের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের নজরদারিতে চরম অসন্তোষ প্রকাশ করেছে চীন। শুক্রবার চীন ওয়াশিংটনকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, অন্যথায় এতে দুর্ঘটনার ঝুঁকি আছে বলে হুঁশিয়ার করেছে। খবর ওয়েবসাইটের। বান কি মুন বলেন, দক্ষিণ চীন সাগরের বিরোধে জড়িত সব পক্ষকে আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ সব সময় আহ্বান জানিয়ে এসেছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে এ বিরোধের নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া উত্তেজনা উস্কে দিতে পারে এমন তৎপরতা এড়িয়ে যাওয়া সবার জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। ভিয়েতনামের প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণভাবে এ বিরোধ নিষ্পত্তিতে অবদান রাখার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজের বলে দাবি করছে বেজিং। কিন্তু এ সাগরের অংশবিশেষকে নিজেদের বলে দাবি জানিয়ে আসছে তাইওয়ান, ব্রুনাই, মালয়েশিয়া এবং ফিলিপিন্স।
×