ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস

প্রকাশিত: ০৪:৩১, ৩০ এপ্রিল ২০১৫

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস

শ্রীলঙ্কার পার্লামেন্ট প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস এবং তাঁর দু’বারের সর্বোচ্চ মেয়াদ পুনর্প্রবর্তন করার পক্ষে ভোট দিয়েছে। এ লক্ষ্যে দেশটির ১৯তম সংবিধান সংশোধনী পাস করা হয়েছে। সাবেক নেতা মাহিন্দ রাজাপাকসে প্রেসিডেন্ট থাকাকালে তাঁর ক্ষমতা সম্প্রসারণ করেছিলেন। তিনি জানুয়ারির নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হন। তাঁর উত্তরসূরি মৈত্রীপালা সিরিসেনা ওই সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। খবর বিবিসি ও হিন্দু অনলাইনের। শ্রীলঙ্কার পার্লামেন্টে মঙ্গলবার রাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের ওই সংশোধনী পাস হয়েছে। এ সঙ্গে দেশের সমকালীন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জায়ান্ট বার্গার শিকাগোর এক বাসিন্দা দানবাকৃতির বার্গার বানিয়ে সবাইকে চমকে দিয়েছে। এটির ওজন ৩ দশমিক ৮ পাউন্ড। বার্গারটি তৈরিতে ১০ টুকরা পনির, ১০ টুকরা মরিচের স্লাইসহ অন্যান্য উপাদান ব্যবহার করা হয়েছে। এটির দাম ধরা হয়েছে ৮৯০.৮০ ডলার। এরপর শিকাগোর ম্যাগডোনালন্স হাউসে অনেকেই এই বার্গারের অর্ডার দিতে আসছে। -ইউপিআই মেসেঞ্জার এ্যাপে ভিডিও কল ফেসবুক মেসেঞ্জার এ্যাপ থেকে ভিডিও কল করা যাবে। এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের ডান দিকের ওপরের কোনার দিকে একটি ভিডিও আইকন দেখতে পাবেন ব্যবহারকারী। বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, লাওস, লিথুনিয়া, মেক্সিকো, নাইজিরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়েতে এ্যাপলের আইওএস ও গুগলের এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা পাচ্ছেন। -ওয়েবসাইট
×