ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিল্লীর নাটকীয় জয়

প্রকাশিত: ০৬:১৩, ১৯ এপ্রিল ২০১৫

দিল্লীর নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ রানের নাটকীয় জয় পেয়েছে দিল্লী ডেয়ার ডেভিলস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে দিল্লী। জবাবে আশা জাগিয়েও ৮ উইকেটে ১৬৩ রানে থামে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ! ৪১ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা দিল্লীর অধিনায়ক ডুমিনি। চার খেলায় এটি তাদের দ্বিতীয় জয়, সমান ম্যাচে তৃতীয় হার হায়দরাবাদের। শুরুতে আগারওয়ালকে (১) হারানো সত্ত্বেও দিল্লীর ফাইটিং স্কোরের রূপকার শ্রেয়াশ ইয়ার ও ডুমিনি। ৪০ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করে আউট হন ইয়ার। আর ডুমিনির ৪১ বলে ৫৪ রানের ইনিংসে ছিল ৫ চার ও ২টি ছক্কার মার। বড় তারকা যুবরাজ সিং মাত্র ৯ রান করে আশিষ রেড্ডির বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শেষদিকে এ্যাঞ্জেলো ম্যাথুস ১১ বলে অপরাজিত ১৫ ও কাদের যাদব ১২ বলে ১৯ রান করে। হায়দরাবাদের হয়ে ১টি করে উইকেট নেন প্রবিন কুমার, ডেল স্টেইন, ভুবনেশ্বর কুমার ও রেড্ডি। জবাবে বড় কোন ইনিংস না থাকলেও একাধিক ব্যাটসম্যানের প্রচেষ্টা হায়দরাবাদকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে যায়। অধিনায়ক ওয়ার্নার ২০ বলে ২৮, ইংলিশ রিক্রুটার রবি বোপারা ৩০ বলে ৪১, স্থানীয় লোকেশ রাহুল ২১ বলে ২৪ রান করে আউট হন। ১২৯ রানে ষষ্ঠ উইকেট হারানোর পরও আশা জাগিয়েছিলেন রেড্ডি ও করণ শর্মা। ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন রেড্ডি। ১০ বলে ১৯ রানে ফেরেন করণ। শেষ ওভারে প্রয়োজনীয় ১০ রানের ৫-এর বেশি নিতে পারেনি তারা। মূলত করণকে ম্যাথুসের হাতে ক্যাচ বানিয়ে ম্যাচ জিতিয়ে দেন কাল্টার নেইল! স্কোর ॥ দিল্লী ১৬৭/৪ (২০ ওভার; ইয়ার ৬০, ডুমিনি ৫৪; ভুবনেশ্বর ১/২১), হায়দরাবাদ ১৬৩/৮ (২০ ওভার; বোপারা ৪১, ওয়ার্নার ২৮; ডুমিনি ৪/১৭) ফল ॥ দিল্লী ৪ রানে জয়ী ম্যাচসেরা ॥ ডুমিনি (দিল্লী)
×