ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্চেই নেই আইসিসি সভাপতি মোস্তফা কামাল

প্রকাশিত: ০৫:৪০, ৩০ মার্চ ২০১৫

মঞ্চেই নেই আইসিসি সভাপতি মোস্তফা কামাল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেবেন আইসিসি সভাপতি। এটাই আইসিসির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল। সেই হিসেবে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালেরই শিরোপা তুলে দেয়ার কথা। কিন্তু দেখা গেল, শিরোপা তুলে দেয়া দূরে থাক, আ হ ম মুস্তফা কামালকে মঞ্চেই ডাকা হয়নি! অথচ ফাইনাল ম্যাচ দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই উপস্থিত ছিলেন আইসিসি সভাপতি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১৯ মার্চ ভারতের পক্ষ নিয়ে আম্পায়াররা যে সব সিদ্ধান্ত দিয়েছিলেন, এর বিপরীতে যে ত্যক্ত কথাগুলো বলেছিলেন মুস্তফা কামাল, আইসিসি যেন রবিবার তারই প্রতিশোধ নিল। কী অপমানটাই না করল। এমন সিদ্ধান্তে মুস্তফা কামালকেই শুধু অপমান করা হলো না, বাংলাদেশকেও অপমান করা হলো। সেই অপমান সহ্য করতে না পেরে আবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ কভার করতে যাওয়া বাংলাদেশী সংবাদিকদের সামনে ক্ষোভও প্রকাশ করলেন মুস্তফা কামাল। বলেই দিলেন, ‘আইসিসিতে বসে যারা ক্রিকেটকে কলুষিত করছে, তাদের মুখোশ খুলে দেয়া হবে।’ এমনকি দেশে ফিরে আইসিসি সভাপতি পদ থেকেও পদত্যাগ করবেন। নিয়ম অনুযায়ী ২ বছর আগে সহসভাপতির দায়িত্ব পালন করতে হবে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তা পালন করেছেন মুস্তফা কামাল। যিনি সহসভাপতি হবেন, ২ বছর পর ১ বছরের জন্য তিনিই হবেন আইসিসি সভাপতি। সেই হিসেবে গত বছর জুলাইয়ে সভাপতি পদে আসীন হন মুস্তফা কামাল। এ বছর জুলাই পর্যন্ত তার মেয়াদ আছে। কিন্তু যে অবস্থা দাঁড় হয়েছে, তাতে তার সভাপতি পদে থাকা আর না থাকা একই কথা। তাই সবার মতে, এমন অপমানের পর পদত্যাগ করাই উচিত। যেখানে আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, বিশ্বকাপের এ্যাম্বাসেডর শচীন টেন্ডুলকর উপস্থিত থাকতে পারেন, সেই মঞ্চে আইসিসি সভাপতির স্থান হলো না! এমনটি কেন হলো? সবাই এরই মধ্যে বুঝে গেছে। ১৯ মার্চ বাংলাদেশ-ভারত ম্যাচটির পর যে আম্পায়ারের সিদ্ধান্তগুলো নিয়ে তিরস্কারের সুরে কথা বলেছেন মুস্তফা কামাল, তাতেই আইসিসি চটেছে। আইসিসি যে চালাচ্ছে ভারত তা আর বোঝার অপেক্ষাও রইল না। আইসিসি চটে যাওয়ার চেয়ে ভারতই বেশি চটেছে। তা না হলে সংস্থার সভাপতিকে মঞ্চে রাখবে না আইসিসি। আগেই জানা গিয়েছিল নিয়ম ভাঙতে যাচ্ছে আইসিসি। বিজয়ী দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেবেন প্রেসিডেন্টের পরিবর্তে নতুন তৈরি করা চেয়ারম্যান। সে হিসেবে প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বিজয়ী দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে শিরোপা তুলে দিলেন চেয়ারম্যান এন শ্রীনিবাসন। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে গেল অস্ট্রেলিয়া।
×