ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তা পরিষদ

ভারতের স্থায়ী সদস্য পদে বিরোধিতা পাকিস্তানের

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ জানুয়ারি ২০১৫

ভারতের স্থায়ী সদস্য পদে বিরোধিতা পাকিস্তানের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পেতে যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বিঘিœত হবে বলে অভিযোগ করেছে পাকিস্তান। ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার তিনদিনের সফর শেষ হওয়ার পর পাকিস্তান সরকারের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বুধবার এসব কথা বলেছেন। খবর ওয়েবসাইটের। জম্মু ও কাশ্মীর বিষয়ক বিতর্কে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘণ করায় দেশটি এ ধরনের পদের যোগ্য নয় বলে দাবি করেছেন আজিজ। তিনি বলেছেন, অন্য আরেকটি দেশের নির্দিষ্ট ছাড় সত্ত্বেও ভারতকে সদস্যপদ দেয়ার বিরোধিতা করে পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রতিশ্রুতির বিষয়ে কোন সন্দেহ তারা সহ্য করবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অবদান ও আত্মত্যাগ ব্যাপকভাবে স্বীকৃত বলে দাবি করেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রতিশ্রুতিকে কটাক্ষ ও আক্রমণকে পাকিস্তান প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন তিনি। বিদেশী সমর্থন ও সহযোগিতায় পরিচালিত সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার পাকিস্তান বলেও দাবি করেছেন তিনি। চলতি মাসের প্রথম দিকে ভারতের নাম উল্লেখ না করে আজিজ অভিযোগ করে বলেছিলেন, একটি দেশ আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনা করছে। ফ্রান্সে ‘নিউটেলা’ নাম নিষিদ্ধ নিউটেলার চকোলেট-হ্যাজেলনাট স্প্রেড (রুটির ওপর দেয়া প্রলেপ) নিঃসন্দেহে মজাদার। কিন্তু কেউ যদি তার মেয়ের নাম রাখতে চায়? কিন্তু ফ্রান্সের একটি আদালত এক দম্পতিকে তাদের মেয়ের এই নাম রাখতে নিষেধ করেছে। কারণ এই নামের ফলে ওই মেয়ে উপহাসের পাত্র হতে পারে। এর বদলে তাকে ‘এলা’ নামে ডাকার নির্দেশ দিয়েছে আদালত। ফ্রান্সে সাধারণত মা-বাবারা তাদের সন্তানের নাম পছন্দমতো রাখতে পারে। তবে পারিবারিক আদালত কারও নাম অনুপোযুক্ত বিবেচনা করতে পারে। যদিও বিভিন্ন দেশে নাম রাখার কিছু বিধিনিষেধ আছে। - বিবিসি মঙ্গলে উড়ন্ত চোখ’ এবার মঙ্গলে উড়ন্ত চোখ পাঠাবে নাসা। টিসু বক্স আকারের বিশেষ ধরনের হেলিকপ্টারে থাকবে ক্যামেরা বা উড়ন্ত চোখ। এটা মার্স রোভারের উড়ন্ত চোখ হিসেবে কাজ করবে। মঙ্গলে থাকা পাথরখ- সেখানে পাঠানো রোবটযানের কাজে সমস্যা সৃষ্টি করে। তাই এর সঙ্গে থাকা ক্যামেরাযুক্ত হেলিকপ্টারটি মঙ্গলের ছবি তোলাসহ অন্যান্য কাজ করতে সাহায্য করবে। এর ওজন ২ দশমিক ২ পাউন্ড এবং সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে প্রায় ৩ মিনিট উড়তে পারবে যা ১ দশমিক ৩ মাইল যেতে সক্ষম।- ওয়েবসাইট
×