
ছবি: দৈনিক জনকন্ঠ।
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান আতিক (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে পৌরসভার উলিপুর-রাজারহাট সড়কের কাজিরচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইটবোঝাই একটি ট্রাক উলিপুর থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। কাজিরচক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় রাতেই সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী থানায় মামলা করা হয়েছে।
মিরাজ খান