
ছবিঃ সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ আরিফুল ইসলাম সাদের রক্তের বিনিময়েই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হয়েছে। দীর্ঘ ১৭ বছর মাঠে-ময়দানে কথা বলার সুযোগ ছিল না, আজ সেই সুযোগ এসেছে সাদসহ অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের কারণে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মেধাবী শিক্ষার্থী সাদসহ বহু আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে। কেউ দৃষ্টি হারিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকেই এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। এ আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীও আহত ও নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে শহীদ আরিফুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে দড়গ্রাম কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
আফরোজা খান রিতা বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের জয় নিশ্চিত হবে। অবহেলিত সাটুরিয়াসহ গোটা জেলার ব্যাপক উন্নয়ন করা হবে। ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, ডিসেম্বরে তফসিল হবে। তাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিতা বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, জনগণও নির্বাচনের অপেক্ষায়।”
সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে শহীদ আরিফুল ইসলাম সাদ সাভার পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের অংশ হিসেবে লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে হাডিঞ্জ স্কুলের সামনে অবস্থানকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে তিনি ৫ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি হন। তিন দিন কোমায় থাকার পর ৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ সাদের কবর জিয়ারত শেষে আফরোজা খান রিতা সাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, দড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন, দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান শিপলু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
ইমরান