
ছবি: দৈনিক জনকন্ঠ।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম সীমান্তবর্তী উপজেলা চর রাজিবপুর। এখানকার একমাত্র সরকারি হাসপাতাল রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে। হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ফিরে যান হতাশা আর ক্ষোভ নিয়ে। এখানে পর্যাপ্ত চিকিৎসক নেই, যন্ত্রপাতি অকার্যকর। মেলে না পর্যাপ্ত চিকিৎসা সেবা ও ওষুধ। গত আট মাস ধরে নেই কোন সচল অ্যাম্বুলেন্স। এভাবেই মাসের পর মাস খুড়িয়ে খুড়িয়ে চলছে হাসপাতালটি। ফলে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে দারিদ্রপীড়িত চর রাজিবপুর উপজেলার বাসিন্দাদের।
জানা গেছে, ১৯৯৭ সালে চর রাজিবপুর উপজেলায় এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালু হয় চরবাসীদের জন্য। বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্রটি চালু হয়। এক পর্যায় ৫০ শয্যায় উন্নীত হয় হাসপাতালটি। এখানে ২৫ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন তিনজন চিকিৎসক। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্টের ১০টি পদই শূন্য। হাসপাতালটিতে গাইনি, শিশু ও মেডিসিন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক নেই। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারটি পদই ফাঁকা। তিনজন ওয়ার্ড বয়ের বিপরীতে আছেন একজন, ৩৬টি নার্সের মধ্যে রয়েছেন ১৯ জন। পরিচ্ছন্নতাকর্মী পাঁচজনের মধ্যে আছেন তিনজন। হাসপাতালে তিনজন আয়া থাকার কথা থাকলেও আছেন দুইজন। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং ইউনিয়নে দুইজন মিলে মোট ছয়জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের মধ্যে চারজন রয়েছেন। এসব উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে জরুরি বিভাগের রোগীদের সেবা দেওয়া হচ্ছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে, এই হাসপাতালটিতে গত আট মাস ধরে অ্যাম্বুলেন্স নেই। গত জুলাই মাসে জেলার ফুলবাড়ী উপজেলা থেকে আনা পুরোনো একটি অ্যাম্বুলেন্সও পড়ে আছে গ্যারেজে মেরামত ছাড়াই। রোগী পরিবহনের একমাত্র ভরসা ভ্যান বা ভাড়া করা যানবাহন। সময়মতো চিকিৎসা না পাওয়ায় ঝুঁকিতে পড়ছে অসংখ্য প্রাণ।
এদিকে, ২০২৪-২৫ অর্থ বছরে ২২ লাখ টাকার বৈদ্যুতিক সোলার কাজে আসছে না। হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে নেই কোনো বিকল্প ব্যবস্থা। জেনারেটর থাকলেও সেটি চালু করা হয় না। ওয়ার্ডগুলো জরাজীর্ণ, নেই পর্যাপ্ত ফ্যান। যেখানে ফ্যান আছে তার অধিকাংশ নষ্ট, পর্যাপ্ত লাইট নেই। বিদুৎ থাকলেও হাত পাখা ঘোরাতে হয় রোগীদের। এ ছাড়া, কোথায় জরুরি বিভাগ সেটিও লেখা নেই। জরুরি দুর্ঘটনায় বা অসুস্থ হওয়ার রোগীদের হাসপাতালে প্রবেশ করার পর দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় স্বজনদের। অপরিচ্ছন্ন অবস্থায় চলে চিকিৎসা সেবা। হাসপাতালে সামনে পিছনে ময়লা আবর্জনার স্তূপ করে রাখা। হাসপাতালে সামনে দিকের পরিচ্ছন্নতার অবস্থা আরও ভয়াবহ। টয়লেট থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আর কোথাও নেই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা। দুর্গন্ধ ও আবর্জনায় রোগী ও স্বজনরা পড়েন চরম ভোগান্তিতে।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার জাহান মাসের বেশিরভাগ সময় বিভিন্ন ট্রেনিং এর নাম করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাইরে প্র্যাকটিস করেন।
চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের তারমিয়া বলেন, আমি অসুস্থ বাবাকে নিয়ে এসেছি। তারা আমার বাবাকে ময়মনসিংহে রেফার করেছে। কিন্তু অ্যাম্বুলেন্স নেই। জামালপুর থেকে অ্যাম্বুলেন্স আনতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগবে। এর মধ্যে কিছু হলে দায় কে নেবে।
চিকিৎসা নিতে আসা বালিয়াবাড়ি গ্রামের ফরিজল হক বলেন, গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে এসে যদি আমরা গজ ব্যান্ডেজ না পাই। সব যদি আমাদেরকে কিনতে হয়, তাহলে আমরা কেনো হাসপাতালে আসবো। সরকারি হাসপাতালে এসে লাভ কি।
চর রাজিপুর মন্ডলপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে এসে আমাকে সমস্ত ওষুধপত্র কিনতে হচ্ছে।
উপজেলার মরিচাকান্দি গ্রামের আমেনা খাতুন বলেন, কারেন্ট চলে গেলে এখানে গরমে থাকা যায় না। হাত পাখা ঘুরিয়ে আমাদের থাকতে হয়। ডাক্তারদের চেম্বারে ফ্যান থাকলেও রোগীদের এখানে নেই। দশ বছর ধরে মনে হয় টয়লেট পরিষ্কার করে না। আমি টয়লেটে গিয়ে এই অবস্থা দেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসি। মানুষের অসুখ-বিসুখ হলেই তো হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যাব কোথায়।
এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার জাহান ফুলবাড়ী থেকে যে অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে সেটি সচল রয়েছে বলে দাবি করেন তিনি। ওষুধপত্রের ঘাটতি না থাকলেও চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে কিছুটা কষ্ট হচ্ছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম সিভিল সার্জন কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ভোগান্তি বা সমস্যার বিষয়গুলো আমার জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ কর্মকর্তার।
মিরাজ খান