ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৩৩, ৭ আগস্ট ২০২৫

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ধৃত ডাকাতরা হলেন- মোহাম্মদ রুবেল (২৪), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-নবগ্রাম, চন্দ্রঘোনা ফেরীঘাট, রাঙ্গুনিয়া, শফিকুল ইসলাম প্রকাশ নাঈম (২১), পিতা-নজরুল ইসলাম, সাং-মদনপুর, রশিপাড়া, হাটহাজারী। গত বুধবার দিবাগত রাত দুইটায় দক্ষিণ রাজানগরের ধামাইরহাট মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ধামাইরহাট মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ রুবেল ও শফিকুল ইসলাম প্রকাশ নাঈমকে গ্রেফতার করে। তাদের তল্লাশি করে একটি কাটার, ধারালো একটি দা, একটি ধারালো ছুরি, একটি লোহার শিকল, একটি রশি ও নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

রাজু

×