ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নরসিংদীতে দিনব্যাপী র‍্যাবের বিশেষ টহল ও তল্লাশি

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ২২:৫৩, ৫ আগস্ট ২০২৫

নরসিংদীতে দিনব্যাপী র‍্যাবের বিশেষ টহল ও তল্লাশি

ছবি:সংগৃহীত

নরসিংদীতে দিনব্যাপী টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী। মঙ্গলবার (৫ আগস্ট) শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং ৫ আগস্ট উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়।

এর আগে ৪ আগস্ট রাতেও ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা, বাসাইল, ইটাখোলা, পাঁচদোনা এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও তল্লাশি চালিয়েছে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একাধিক দল।

র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা জানান, বর্তমান উদ্ভূত পরিস্থিতি এবং ৫ আগস্ট উপলক্ষে জেলায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রামকে সামনে রেখে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। মহাসড়কে যাতে কোনো যানবাহন বা যাত্রী ছিনতাই কিংবা ডাকাতির শিকার না হন, সেজন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাসহ মহাসড়কে এই নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

 

মারিয়া

×