
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেছেন, “জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু দুঃখজনকভাবে সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি।”
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদুল ইসলাম বাবুল বলেন, “অনেক প্রাণ আর রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনার স্বৈরাচারী শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করেছিলাম। কিন্তু আজও ভারতের দালাল আওয়ামী গোষ্ঠী অক্টোপাসের মতো দেশটাকে চেপে ধরেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই—গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।”
সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদজ্জামান বদুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাঈদ প্রমুখ।
শেখ ফরিদ