ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শেরপুরে সেলিম ভূঁইয়া 

গত ১৭ বছরে শিক্ষকদের ভোট সিল মারার কাজে লাগানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২১:১৭, ২৬ জুলাই ২০২৫

গত ১৭ বছরে শিক্ষকদের ভোট সিল মারার কাজে লাগানো হয়েছে

শেরপুর :  জেলা শিক্ষক সমিতির সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, অনেক পেশার মানুষ নষ্ট হলে জাতির কিছু ক্ষতি হয়। কিন্তু শিক্ষক নষ্ট হয়ে গেলে দেশের সর্বনাশ হয়। নীতি ও নৈতিকভাবে শিক্ষকদের উৎকৃষ্ট হতে হবে। কিন্ত গত ১৭ বছরে শিক্ষকদের ভোট সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানীত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।

তিনি ২৬ জুলাই শনিবার দুপুরে শেরপুর শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য একেএম আব্দুল আওয়াল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মো. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মো. আজহার আলী।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরেন এবং নতুন কমিটি ঘোষণার জন্য নানা বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Mily

×