
কাশিয়ানী উপজেলা বিএনপির ৪ নং সাজাইল ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ মে) বিকাল ৪ টায় সাজাইল ইউনিয়নের মাজড়া বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় এবং ৪ নং সাজাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সহসভাপতি সফিকুল ইসলাম, সহসভাপতি সানজিয়া ইসলাম রাহেলা, সাজাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি গোলাম মোস্তফা মোল্লা তার বক্তব্যে বলেন, আগামীকাল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আপনারা উক্ত সমাবেশে অংশগ্রহণের জন্য অনুরোধ রইল।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাশিয়ানী-মুকসুদপুর আসনে এমপি পদপ্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে সমর্থন দিয়ে পাশে থাকার অনুরোধ জানান।
রাজু