ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাটুরিয়ায় ফসল নষ্টের ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের অবস্থান কর্মসূচী

মোঃ মাহবুবুর রহমান রানা, নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:১৯, ২৭ মে ২০২৫; আপডেট: ১৯:২৩, ২৭ মে ২০২৫

সাটুরিয়ায় ফসল নষ্টের ক্ষতিপূরণের দাবিতে  কৃষকদের অবস্থান কর্মসূচী

ছবিঃ জনকণ্ঠ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে যমুনা ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটার কালো ধোঁয়া ও গরম গ্যাসে প্রায় ১০০ বিঘা জমির ধানক্ষেত নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন ৭৫ জন প্রান্তিক কৃষক।

ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লক্ষ টাকা দেওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। বরং অভিযোগ উঠেছে, রাতের আঁধারে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হচ্ছে।

ইটভাটার এমন তাণ্ডবের বিরুদ্ধে কৃষকরা মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং ক্ষতিপূরণের দাবিতে ইউএনও অফিসের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

কৃষকরা জানিয়েছেন, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা ইউএনও অফিস ত্যাগ করবেন না।

উল্লেখ্য, গত ২০ মে দুপুরে ইউএনও ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লক্ষ টাকা জরিমানা করে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক  শামীম বলেন, আমাদের স্পষ্ট দাবি  ক্ষতিপূরণের টাকা যেন দ্রুত বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ নানা রকম চাপ সৃষ্টি করছে, ভয় দেখাচ্ছে এবং জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছে।

মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড ইটভাটার মালিক প্রতিনিধি, আবুল কালাম বলেন, কৃষি অফিসের তত্তাবধানে যে তদন্ত কমিটি গঠন করেছিল। তারা সাড়ে ৮ লক্ষ টাকার ক্ষতি পূরণ দিতে বলছিল। তদন্তের সময় তারা শুধু কৃষকের সাথে কথা বলেছে। আমাদের সাথে কথা বলে নি। মূলত ভাটার ধোয়ায় কৃষকের ক্ষতি হয়নি বলে , তিনি দাবী করেন।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইটভাটার বিরুদ্ধে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মালিকপক্ষকে ক্ষতিপূরণ বাবদ সাড়ে আট লক্ষ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে। কৃষকদের অবস্থান কর্মসূচির বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিন ফসলি জমির আশপাশে গড়ে ওঠা এই ইটভাটা পরিবেশ ও কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুই কিলোমিটারের মধ্যে সব ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করে ইটভাটার বিরুদ্ধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক।
 

আলীম

×